অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে তাঁর বিয়ে ভাঙার গুঞ্জনে সরগরম টলিপাড়া। এ দিকে ইনস্টাগ্রামে পাহাড়ে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছেন রোশন সিংহ। দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস, হলুদ টি-শার্টে কোনও এক পাহাড়ি ঝরনার সামনে দাঁড়িয়ে রোশন। মুখে লেগে এক চিলতে হাসি। কিন্তু ক্যামেরার পিছনে কে? সেই উত্তর যদিও এখনও অজানা।
এই ছবি কি নেহাতই একটি ‘থ্রোব্যাক পিকচার’? নাকি ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করে ঘুরতে যাওয়ার লোভ সামলাতে পারলেন না রোশন?
সম্প্রতি একটি ফিটনেস স্টুডিয়ো খুলেছেন রোশন। নাম ‘কিক’। সেই কাজই ইদানিং বেশ ব্যস্ত রেখেছে তাঁকে। অন্য দিকে সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জনের মাঝেই শ্রাবন্তী জানিয়েছিলেন তাঁর নতুন জিম খোলার খবর। তবে কি প্রকাশ্যেই প্রতিযোগিতায় নেমে পড়লেন তাঁরা? দিন কয়েক আগে রোশনের একটি ফেসবুক পোস্ট ইঙ্গিত করছে সে দিকেই। রোশন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নিজেকে ফিট রাখতে ‘এম্পায়ার’ প্রয়োজন পড়ে না। তার জন্য একটি 'কিক'ই যথেষ্ট’। প্রসঙ্গত, শ্রাবন্তীর নতুন জিমের নাম 'ফিটনেস এম্পায়ার'।