Advertisement
E-Paper

মুক্তির দু’দিন আগে ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর উপর কোপ, কী দোষ করলেন রুদ্রনীল-সৌরভেরা?

ছবির বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। অভিনেতা-অভিনেত্রীদের কেউই কোনও পারিশ্রমিক নেননি। কিন্তু তার পরেও ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবি নিয়ে কেন আপত্তি?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৭:৫৬
(বাঁ দিকে) রুদ্রনীল ঘোষ, (ডান দিকে) সৌরভ দাস।

(বাঁ দিকে) রুদ্রনীল ঘোষ, (ডান দিকে) সৌরভ দাস। ছবি: সংগৃহীত।

জোর কদমে চলছে ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির প্রচার। তার মধ্যেই বাধা! এই ছবিটি নাকি ফেডারেশনের নিয়ম অগ্রাহ্য করে তৈরি হয়েছে! ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। যদিও সেই ছবি এ বার দিনের আলোর মুখ দেখবে কি না, তা নিয়েই আশঙ্কায় নতুন পরিচালক জয়ব্রত দাস। কেন আটকে দেওয়া হল এই ছবি? কী বলছেন ছবির অভিনেতা রুদ্রনীল ঘোষ-সৌরভ দাসেরা?

ছবিটি তৈরি হয় ২০২১ সালে। কোভিড-পরবর্তী সময়ে এসআরএফটিআইয়ের ছাত্রছাত্রীরা মিলে ছবিটি তৈরি করেন। বাজেট প্রায় ২৫ লক্ষের কাছাকাছি। পরিচালক জয়ব্রতের কথায়, ‘‘আমরা কাল অবধিও জানতাম না, এমন কিছু হবে। ফিল্ম স্কুলের ছাত্রছাত্রীরা মিলে ছবিটা তৈরি করি। নিজেরা ‘ক্রাউড ফান্ডিং’ করে টাকা তুলি। আমরা জানতামই না যে, ছবি বানাতে গেলে ফেডারেশনের থেকে এমন অনুমতি নিতে হয়। তাঁদের এত নিয়ম আছে। আমাদের টিমে আসলে স্পটবয় থেকে চিত্রগ্রাহক, সবাই ফিল্ম স্কুলের ছাত্রছাত্রী। এখন খুব উৎকণ্ঠায় আছি।’’

শোনা গিয়েছে, গিল্ডের একজন লোকও না নিয়ে কাজ করায় ফেডারেশন এই ছবির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে। যদিও এই প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, তিনি এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, ‘‘ফেডারেশনের ঠিক কোন জায়গায় আপত্তি সেটা পুরোটা জানি না। তবে শুনছি, ছবিমুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আর গিল্ডের কাউকে না নিয়ে যে ছবি করার কথা বলা হয়েছে, এটা প্রথম নয়। এর আগেও তো ইনডিপেনডেন্ট ছবি হয়েছে এ ভাবে, যারা পুরস্কারও পেয়েছে। একটি হল ‘দোস্তজী’, অন্যটি গৌতম ঘোষের ছেলের ছবি ‘ঝিল্লি’। আমার মনে হয়, দু’পক্ষ বসে মিটিয়ে নেওয়া উচিত। আর যদি কিছু কম করে কোনও জরিমানা দিতে হয়, সেটা দেখুন। কারণ, এরা সবাই নিজেদের টাকা দিয়ে ছবিটা করেছে। তাই ফেডারেশনের এতটা কড়া হওয়া উচিত নয়।’’

এই ছবির অন্যতম অভিনেতা সৌরভ দাস জানান, তিনি একেবারেই ফেডারেশনের নিয়মকানুন সম্পর্কে অবহিত নন। তিনি অভিনেতা, সেটাই তাঁর কাজ। একটা সিনেমার সব ক’টি বিভাগে তিনি মাথা ঘামান না। বরং নিজের চরিত্রটার দিকে মনোযোগী হন। সৌরভ বলেন, ‘‘যেহেতু ছবিটা ছাত্রছাত্রীরা মিলে বানিয়েছে, তাই আমরা অভিনেতারা কেউ কোনও পারিশ্রমিক পর্যন্ত নিইনি। কিন্তু, ছবিটা নিয়ম মেনে, না নিয়ম ভেঙে বানানো, সেটা নিয়ে কোনও ধারণা ছিল না। তবে ছবিটা মুক্তি পাওয়া উচিত। এই ছবিটা মুক্তি পেলে আরও অনেক ছেলেমেয়ে এ রকম ইনডিপেনডেন্ট ছবি তৈরির সাহস পাবে।’’

মুক্তির দু’দিন আগে এমন নিষেধাজ্ঞা নিয়ে ছবির পরিবেশক পঙ্কজ লাডিয়া জানান, তিনি এখনই কিছু বলতে চান না। ফেডারেশন ও পরিচালক, প্রযোজক— সব পক্ষ বসে যে সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে চলবেন তাঁরা। তাতে যদি ছবি মুক্তি না পায়, সেটাই মেনে নেবেন।

ছবির অন্যতম প্রযোজক সৌম্য সরকার বলেন, ‘‘আমরা ছবিটার সঙ্গে ছিলাম ২০২৩ থেকে। শুটিং তত দিনে হয়ে গিয়েছে। আমাদের প্রযোজনা সংস্থা সব সময় ফেডারেশনের নিয়ম মেনেই ছবি করেছে। তবে এ ক্ষেত্রে পরিচালক জয়ব্রত, ফেডারেশন মিলে যা সিদ্ধান্ত নেবেন সেটাই মানা হবে।’’ শোনা যাচ্ছে, বৃহস্পতিবার ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসবেন পরিচালক-প্রযোজক। যদিও জয়ব্রত বলেন, ‘‘ছবি মুক্তি পাক সেটাই চাইব, না পেলেও ছবি তৈরি করা ছাড়ব না। বাংলা ভাষায় না হোক, তখন অন্য কোনও ভাষায় ছবি বানাব।’’

Sourav Das Rudranil Ghosh Payel Sarkar Tollywood Film Bangla Cinema
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy