Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ অক্টোবর ২০২১ ই-পেপার

Pilu Bhattacharya: পিলুদা নেই! লোডশেডিং হয়ে গেল মনে: রূপম ইসলাম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২০ অগস্ট ২০২১ ১৩:১৮
পিলু ভট্টাচার্য

পিলু ভট্টাচার্য

চলে গেলেন রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত শিল্পী পিলু ভট্টাচার্য। খবর, কয়েক দিন ধরেই বুকের ব্যথায় ভুগছিলেন জনপ্রিয় শিল্পী। ১৭ অগস্ট সেই কারণে হাসপাতালেও যেতে হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার রাতে ফের বুকে ব্যথা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ বলে জানা গিয়েছে। প্রয়াত শিল্পীর ছেলে ঋতর্ষি ভট্টাচার্য সামাজিক পাতায় বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। শিল্পীর প্রয়াণে নেটমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন রূপম ইসলাম।

রূপমের স্মৃতিচারণ, ‘বাবা খুব ভক্ত ছিলেন পিলুদার পারফর্মেন্সের। আমাকে বলতেন, দ্যাখ কী করে পিলু ‘এক দঙ্গল ছেলে’ গান গেয়ে হলভর্তি মানুষকে নাচিয়ে দিল! তুই পারবি? শিশিরমঞ্চ থেকে অনুষ্ঠান দেখে এসে বাবা আমায় এ কথা বলেছিলেন। আমার কালো জামার সম্ভার দেখে পিলুদার সেই অমর উক্তি ভোলার নয়, ‘রূপমের আলমারি খুললেই লোডশেডিং হয়ে যায়’! শিল্পীর দাবি, ‘পিলুদা নেই! লোডশেডিং হয়ে গেল, আলমারিতে নয়, মনে’।

Advertisement


কেরিয়ারের শুরুতে সাফল্য না এলেও ধীরে ধীরে ছবিতে জনপ্রিয় হয় পিলু ভট্টাচার্যের গান। পাশাপাশি, তিনি নিজেও নিজের গান লিখতে শুরু করেন। সুর দেন। আস্তে আস্তে শিল্পীর নিজস্ব গানও জনপ্রিয় হয়ে ওঠে। ২০০৭ সালে তাঁর 'রাধামাধব' অ্যালবাম শ্রোতাদের মন জয় করেছিল। এর পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। রূপম ইসলাম ছাড়াও জোজো মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সামাজিক পাতায় শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

Advertisement