Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Debshankar Haldar Rupanjana Mitra Saswata Chatterjee

দেবশঙ্কর হালদারের সঙ্গে রূপাঞ্জনার নতুন ছবি

দেবশঙ্কর হালদারের সঙ্গে জুটি বেঁধে ‘ছিন্নপাতা’-য় লেখকের ভূমিকায় অভিনয় করবেন রূপাঞ্জনা মিত্র।

রূপাঞ্জনা মিত্র।

রূপাঞ্জনা মিত্র।

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ১৩:২৩
Share: Save:

ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ তিনি। টানা চোদ্দ বছর কাজ করেছেন সিরিয়াল পাড়ায়। রূপাঞ্জনা মিত্র। এ বার তাঁর অভিনয় দক্ষতা সেলুলয়েডে ধরা পড়বে ভিন্ন আঙ্গিকে।
দেবশঙ্কর হালদারের সঙ্গে জুটি বেঁধে ‘ছিন্নপাতা’-য় লেখকের ভূমিকায় অভিনয় করবেন রূপাঞ্জনা মিত্র। ছবির পরিচালক শমিতাভ চক্রবর্তী। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন সায়নী ঘোষ আর অনুভব কাঞ্জিলাল। ২০ মার্চ থেকে ছবিটি ফ্লোরে আসছে। “দেবশঙ্করের সঙ্গে আগেও ‘চেনা মুখের সারি’ টেলি সিরিজে কাজ করেছেন রূপাঞ্জনা মিত্র। ওখানেও আমরা স্বামী-স্ত্রীর ভুমিকায় অভিনয় করেছি। এখানেও তাই। তবে এই গল্পের আঙ্গিক একেবারেই ভিন্ন” জানালেন রূপাঞ্জনা।

শুধু নিজে অভিনয় করা নয়। প্রডাকশন নিয়ে নতুন করে ভাবছেন রূপাঞ্জনা । একটি গল্পের মধ্যে দিয়ে বললেন সেই কথা, “স্বামী তাকে ছেড়ে গেছে। মুখ ফিরিয়েছে তার ছোটবেলার বন্ধুও। অবসাদ গ্রাস করেছে অনুরূপাকে। সে কি শেষে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করবে? এই নিয়েই আমার শর্ট ফিল্ম ‘পালক’”।

আরও পড়ুন-অন্য মহিলার প্রেমে পড়লেই শ্রীময়ীর মতো স্বামীর বিয়ে দিতে যাবেন না: ইন্দ্রাণী

শাশ্বত চট্টোপাধ্যায় এবং দেবশঙ্কর হালদার—দু’জনের সঙ্গেই কাজ করছেন রূপাঞ্জনা

রাতুল মুখোপাধ্যায়ের পরিচালনায় এই গল্প কাল থেকে হইচই এ দেখা যাবে। শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি। জানালেন, “দেবজ্যোতি মিশ্র খুব সুন্দর মিউজিকের ব্যাবহার করেছেন”।
নারী দিবসের প্রাক্কালে এক মেয়ের চেনামুখ পরিস্থিতির শিকারে কেমন করে অচেনা হয়ে যায়? তার সন্ধান দেবে ‘পালক’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE