ভাগ্যের চাকা ঘুরছে রূপঙ্কর বাগচির? বিতর্ক পেরিয়ে আসছে ‘অচ্ছে দিন’? ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বছরব্যাপী ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্যাপনে গানে অংশ নিতে দেখা গেল শিল্পীকে। সরকারি অনুষ্ঠানের প্রকাশিত ঝলকে অন্যান্য শিল্পীর সঙ্গে রয়েছেন রূপঙ্কর।
বাংলার পাশাপাশি গানটি শোনা যাবে হিন্দি, মরাঠি, গুজরাতি, ওড়িয়া, অসমিয়া, পঞ্জাবি, কন্নড়, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায়। রূপঙ্করের সহশিল্পী সোনু নিগম, সুরেশ ওয়াডেকর, নীতি মোহন, সোহিনী মিশ্র প্রমুখ প্রথম সারির গায়ক-গায়িকা। ইতিমধ্যেই ঝলকটি নেটমাধ্যমে ভাইরাল।