আগের তুলনায় অনেকটাই ভাল সইফ আলি খান, জানিয়েছেন লীলাবতী হাসপাতালের পর্যবেক্ষণরত চিকিৎসকেরা। আনন্দবাজার অনলাইনকে পোশাকশিল্পী অভিষেক রায় বলেছেন, “দ্রুত সুস্থ হয়ে উঠছেন নবাব-পুত্র। এই ভাবে চললে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।” এখনও ফোনে কথা বলার অনুমতি পাননি সইফ। তাই তাঁর শারীরিক ভালমন্দের খবর অভিষেক অভিনেতার আপ্তসহায়কের থেকে দু’বেলা নিচ্ছেন।
সইফ স্থিতিশীল, এই খবর জানিয়ে শুক্রবারেই তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউ থেকে। অভিষেক জানিয়েছেন, আলাদা কেবিনে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে তাঁর জন্য। সেখানেই ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার তিনি নিজেই খেয়েছেন। এ ছাড়া, চিকিৎসকেরা তাঁকে ধরে ধরে অল্প হাঁটিয়েছেন। যদিও পরে তাঁরা জানান, বাড়িতে গিয়ে টানা বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। কোনও রকম নড়াচড়া চলবে না। তাঁর শরীরে একাধিক আঘাত এবং সে গুলি গুরুতর। যার মধ্যে একটি মেরুদণ্ডের খুব কাছে। বেশি নড়াচড়া মানেই সেখান থেকে রক্তপাতের সম্ভাবনা রয়েছে। একই ভাবে সংক্রমণের সম্ভাবনাও থাকবে।
আরও পড়ুন:
শনিবার লীলাবতী হাসপাতালের নিউরোসার্জন চিকিৎসক নিতিন ডাঙ্গে আরও জানান, খুব ঘনিষ্ঠজন এবং পরিবারের সদস্য ছাড়া আর কেউ নবাব-পুত্রের কাছে পৌঁছতে পারছেন না। তিনিও সইফের সাহসিকতার তারিফ করেন।