Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

তৈমুরের জন্মের পর নিজের স্পেশাল প্ল্যান শেয়ার করলেন সইফ

সংবাদ সংস্থা
২৩ ডিসেম্বর ২০১৬ ১৩:০১
খুদে তৈমুরের সঙ্গে সইফ-করিনা। মুম্বইয়ের বাড়িতে। পিটিআইয়ের তোলা ফাইল ছবি।

খুদে তৈমুরের সঙ্গে সইফ-করিনা। মুম্বইয়ের বাড়িতে। পিটিআইয়ের তোলা ফাইল ছবি।

সবেমাত্র চারদিন হল তৈমুর এসেছে তাঁদের জীবনে। কপূর এবং খান পরিবারে এখন খুশির হাওয়া। তৈমুর হওয়ার আগেই করিনা জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব ফ্লোরে ফিরবেন। সম্ভব হলে এক মাসের মধ্যেই। কিন্তু সইফ আলি খান নিজের কোনও পরিকল্পনার কথা এতদিন প্রকাশ্যে আনেননি। এ বার ছেলের জন্মের পর শেয়ার করলেন তাঁর স্পেশাল প্ল্যান। আসলে ‘প্যাটারনিটি লিভ’ নিতে চান নায়ক। যাবতীয় কাজ থেকে আপাতত বেশ কিছুদিনের বিরতি নিয়ে বাড়িতে করিনা এবং তৈমুরের সঙ্গে সময় কাটাতে চান। আপাতত রাজা কৃষ্ণ মেননের পরিচালনায় ‘শেফ’ ছবির শুটিং করছেন সইফ। পরিচালক বললেন, ‘‘ভারতের কেরালা আর গোয়ায় শুটিং হয়ে গিয়েছে। দিল্লি এবং অমৃতসরের শুটিং এখনও বাকি। সব শেষ হতে ফেব্রুয়ারির মাঝামাঝি হয়ে যাবে। তবে জানুয়ারির শুরুর দিকের মধ্যেই সইফের অংশটা শুট করে নিতে হবে।’’

আরও পড়ুন

Advertisement

আরও পড়ুন

Advertisement