Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Ibrahim Ali khan

Ibrahim Ali Khan: ভিখারিদের ভিড়ে আটকে পড়লেন ইব্রাহিম আলি খান! কী করলেন তার পর

রেস্তোরাঁর সামনে ভিক্ষুকরা ছেঁকে ধরলেন ইব্রাহিমকে। একটু হলেও কি অস্বস্তিতে পড়লেন তিনি?

এত কিছুর পরও নবাবপুত্রের মুখ ছিল ভাবলেশহীন

এত কিছুর পরও নবাবপুত্রের মুখ ছিল ভাবলেশহীন

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৭ মে ২০২২ ১৩:২৭
Share: Save:

বলিউডের চিত্রগ্রাহকদের কাছে তিনি বিশেষ প্রিয় তারকা। পাপারাৎজিরা অনুরোধ করলেই ক্যামেরার সামনে শান্ত-মধুর পোজ দেন নবাবপুত্র ইব্রাহিম আলি খান। পরিস্থিতি যেমনই হোক, কখনও তাঁর অভিব্যক্তিতে অসন্তোষ ধরা পড়েনি।

রূঢ় আচরণ করতেও দেখা যায়নি তাঁকে। তবে সোমবার রাতে মুম্বইয়ের এক রেস্তরাঁর সামনে যা হল, তা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে।

নৈশভোজ সেরে বান্দ্রার সেই রেস্তরাঁ থেকে বেরোচ্ছিলেন ইব্রাহিম। কালো টি-শার্ট আর সাদা ডেনিমে তাঁকে যথারীতি সপ্রতিভ দেখাচ্ছিল। তবে যেই রেস্তরাঁর বাইরে পা রেখেছেন তারকা-তনয়, অমনি একদল ভিক্ষুক এসে ছেঁকে ধরলেন তাঁকে। কেউ বলছেন, 'কিছু খাবার খাব সাহেব, টাকা দেবেন?' আবার কেউ বললেন 'গরিবদেরও কিছু দিন!' সেই ভিড়ে আটকে পড়া ইব্রাহিম কিছুমাত্র বিচলিত হলেন না। একটু ইতস্তত করে আবার নিজের গাড়ির দিকে এগিয়ে যেতে চাইলেন। তাঁর দেহরক্ষীরা এসে সরিয়ে নিয়ে গেলেন ভিখারির দলকে।

যথারীতি এত কিছুর পরও নবাবপুত্রের মুখ ছিল ভাবলেশহীন। ইব্রাহিমের এই নিষ্পৃহ আচরণ নিয়ে সমালোচনায় মেতেছেন অনেকেই।

ইতিমধ্যে 'রকি আউর রানি কি প্রেম কহানিতে' কর্ণ জোহরের সহ-পরিচালক হিসেবে কাজ করছেন ইব্রাহিম। সে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট। এই মুহূর্তে বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশের কোনও আগ্রহ দেখাননি নবাবপুত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE