তিনি এখন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার। কখনও রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানটুর তাঁর প্রেমিকা কি না সে জল্পনায় তোলপাড় হয় ইন্ডাস্ট্রি। কখনও বা তিনি নিজেই বলেন, ‘বিয়ে করব, কিন্তু পাত্রী কই?’
তিনি সলমন খান। এ বার তাঁর জীবনে বান্ধবীর অস্তিত্ব স্বীকার করলেন নিজেই।
বিষয়টা ঠিক কী?
দু’দিন আগে ‘সুলতান’-এর প্রচারে একটি বেসরকারি চ্যানেলের শো-তে হাজির ছিলেন সল্লু মিঞা। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘‘এমন কেউ আছেন, যাঁর ফোন এলে সব কিছু ফেলে ছুটে যান সলমন?’’ জবাবে ভাইজান বলেন, ‘‘হুম। এমন এক জন অবশ্যই আছেন। তবে তিনি ‘হি’ নন, ‘শি’।’’ অর্থাত্ তাঁর জীবনে যে একজন স্পেশাল বান্ধবী রয়েছেন, তা পরোক্ষে স্বীকার করে নিলেন নায়ক।
আরও পড়ুন: সলমনের ‘ধর্ষণ’ মন্তব্যকে কড়া নিন্দা বন্ধু আমিরের