দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী কোনিডেলার সঙ্গে জুটি বেঁধেছেন সলমন খান। প্রথম বা দক্ষিণী ছবির দুনিয়ায় পা দেবেন বলিউডের ‘ভাইজান’। ছবির নাম, ‘গডফাদার’। ইতিমধ্যে চিরঞ্জীবী টুইট করে স্বাগত জানিয়েছেন সলমনকে।
চিরঞ্জীবী লিখেছেন, ‘গডফাদারে আপনাকে স্বাগত জানাই সলমন। আপনি আসার পর সবাই খুব উত্তেজিত। আপনার সঙ্গে পর্দায় কাজ করার জন্য মুখিয়ে আছি। খুবই খুশি আমি। দর্শকেরাও আনন্দ পাবেন।’ লেখার সঙ্গে সলমনের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন দক্ষিণী তারকা।