৬৮ বছর বয়সে প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর। বি আর চোপড়ার ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। অভিনেতার শেষকৃত্যে হাজির সলমন খান। বাবার প্রয়াণের পর আবেগঘন ছেলে নিকিতিন ধীর।
আরও পড়ুন:
প্রায় ৫৫ বছরের অভিনয়জীবন পঙ্কজের। অসংখ্য হিন্দি সিনেমা ও ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। তাঁর শেষযাত্রায় সামিল হলেন সলমন। প্রয়াত অভিনেতার ছেলে নিকিতিনকে বুকে টেনে নিলেন অভিনেতা। এ ছাড়াও এসেছিলেন টিভির তারকা কুশল ট্যান্ডন। তারকার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী। মাকে প্রতি মুহূর্তে সান্ত্বনা দিতে দেখা যায় নিকিতিনকে। যদিও শিবের উপর অগাধ আস্থা নিকিতিনের। বাবার বিদায়বেলায় তিনি লেখেন, ‘‘যা হোক, আগামীতে দেখে নেওয়া যাবে। যা থাকার সেটা থাকবে। যা চলে গিয়েছে, তা চলে যেতে দাও। শিব সব সামলে নেবে।’’ ‘সোলজার’, ‘জ়মিন’, ‘আন্দাজ়’, ‘টারজ়ান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও ‘কানুন’, ‘চন্দ্রকান্ত’র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।