Advertisement
E-Paper

ভগ্নিপতির জন্মদিনে সলমনের বার্তা! ভাইজান কি নিজে ঘরবাঁধার ইঙ্গিত দিলেন? তোলপাড় বলিউড

সলমনের একটি পোস্ট বুধবার সকাল থেকে চর্চায়। এমন কী বললেন ‘ভাইজান’ যার জন্য এত হইচই?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১১:৩৩
অবশেষে বিয়ের পিঁড়িতে সলমন খান?

অবশেষে বিয়ের পিঁড়িতে সলমন খান? ছবি: ফেসবুক।

বয়স ৫৯ তো কী! এই বয়সেই বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন সলমন খান! তা-ও আবার সমাজমাধ্যমে! রীতিমতো ঘোষণা করেছেন, একদিন তিনিও শ্রেষ্ঠ স্বামী, সেরা বাবা হবেন। অথচ, মাসখানেক আগে কপিল শর্মার কমেডি শো-এর নতুন পর্বে এসে দাবি করেছিলেন, এখন সামান্য কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। ফলে, ধুমধাম করে বিয়ে করবেন, আবার বিচ্ছেদের পর মোটা টাকা ক্ষতিপূরণও দেবেন— এত ঝক্কি তিনি বইতে পারবেন না।

এমন কী হল যে, সেই সলমন বিয়ের আভাস দিয়ে ফেললেন? আমির খানের পর তিনিও কি প্রেম খুঁজে পেলেন?

ঘটনা অন্য। বুধবার অভিনেতার পরিচালক ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। শুভেচ্ছা জানাতে বোন অলভিরা খানের কাঁধে মাথা রেখে অতুল নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, এমন একটি ছবি বেছে নিয়েছেন তিনি। বিবরণীতে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রসিকতা করেছেন, “শুভ জন্মদিন অতুল। আমার ‘বিল’ মানে (ব্রাদার-ইন-ল) ভগ্নিপতি। আমার বোনকে যত্নে রেখেছ। তার জন্য ধন্যবাদ। আমিও তোমায় ভালবাসি। তুমি শ্রেষ্ঠ স্বামী, সেরা বাবা।” তার পরেই সেই সাড়া ফেলে দেওয়া বার্তা, “একদিন আমিও তোমার মতোই যথার্থ পুরুষ হয়ে উঠব।”

ব্যস, এই একটি কথা আরবসাগরের জলে ঢেউ তোলার পক্ষে যথেষ্ট! সলমন বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন, এ বার্তা প্রকাশ্যে আসতেই কোমর বেঁধেছে বলিউড। যেন অভিনেতার পছন্দের পাত্রী খুঁজে এনে চার হাত এক করতে পারলেই বাজিমাত।

Salman Khan Marriage Rumour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy