ক্রিকেট খেলছেন বলিউড সুপারস্টার সলমন খান। বাঁ হাতে ব্যাট উঁচিয়ে অফ সাইড ও লেগ সাইড দু’দিক দিয়েই মাঠের বাইরে বল পাঠাচ্ছেন তিনি। ভাইজান বলে কথা। তাঁর ব্যাট যে ছক্কা হাঁকাবে, সেটাই তো স্বাভাবিক।
সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।যা ইতিমধ্যেই দেখেছেন ৩০ লক্ষ মানুষ। সেখানেই সলমনকে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রথম ডেলিভারিতেই বলকে বাউন্ডারির বাইরে পাঠালেন তিনি। তার পরের বলগুলিও গেল মাঠের বাইরে। তবে ভিডিয়োটি কিছুটা হলেও একপেশে। সেখানে শুধুই সলমনকে ব্যাট করতে দেখা যাচ্ছে। আসলে পুরো ঘটনায় তিনি হিরো।
Bharat Khelega... #onlocationstories @bharat_thefilm
সলমন খান ব্যাট করেন বাঁ হাতে। তাঁর ব্যাট করার ধরন মোটেও ফেলনা নয়। তবে এই খেলা কোনও টুর্নামেন্টে নয়। তাঁর ছবি ‘ভরত’-এর শুটিংয়ের মধ্যে ইউনিটির লোকজনের সঙ্গে খেলছিলেন তিনি।
আরও পড়ুন: সিম্বায় অভিনয় করতে চেয়েছিলেন প্রিয়া প্রকাশ
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)