সলমন খানকে নিয়ে তাঁর অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। পর্দায় তাঁর ছবি এলে মুহূর্তে ভরে যায় প্রেক্ষাগৃহ। পর্দার বাইরেও তাঁর চলাফেরা, কথা বলার ধরনেও কুপোকাত অনেকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জানতে আগ্রহী অনেকেই। একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। আবার আইনি জটিলতাতেও জড়িয়েছেন তিনি। কিন্তু এই সব কিছু নিয়ে সে ভাবে কখনও কথা বলেননি সলমন। কিন্তু এড়াতে পারলেন না নিজের ভাইপো আরহান খানকে।
কারাবাসের অভিজ্ঞতা নিয়েও আরহানের পডকাস্টে মুখ খুললেন সলমন। কথাপ্রসঙ্গে সলমন তাঁর ভাইপোকে পরামর্শ দেন, কাজের বিষয়ে কখনও অজুহাত দিতে নেই। কাজের সময় বলতে নেই, ঘুমের প্রয়োজন। তিনি নিজে দিনে দু’ঘণ্টা ঘুমোন বলেও জানান সলমন। তা ছাড়া সারা দিনে কোনও কাজ না থাকলে সেই ফাঁকে ঘুমিয়ে নেন। কারাবাসেও ঘুম নিয়ে একই অভিজ্ঞতা তাঁর।
পডকাস্টে সলমন বলেন, “আমি ক্লান্ত। কিন্তু সেটা বললে চলবে না। উঠে পড়তে হবে, যতই ক্লান্ত থাকো। ঘুমোতে পারছ না? ঘুমিয়ো না। এমন পরিশ্রম করো, রাতে ঘুম আসতে বাধ্য হবে। আমি নিজে দিনে দু’ঘণ্টা ঘুমোই। মাসে এক দিন সাত ঘণ্টা ঘুমোই।”
এর পরে সলমন আরও বলেন, “মাঝেমধ্যে শুটিংয়ের ফাঁকে পাঁচ-সাত মিনিট বিরতি পেলে চেয়ারে বসে ঘুমিয়ে নিই। কিছু ক্ষেত্রে আমার কিছু করার থাকে না। যেমন কারাবাসে থাকার সময় শুধুই ঘুমোতাম। তার কারণ, ঘুমোনো ছাড়া আমার আর কিছু করার ছিল না। তাই পরিবার বা কাজের বিষয় এলে, কখনও হাল ছেড়ো না। লেগে থেকো। পরিবার ও বন্ধুদের পাশে সব সময়ে থাকবে।”