Advertisement
২৮ নভেম্বর ২০২৩
Entertainment News

বিয়ে করা মানে টাকার অপচয়, মনে করেন সলমন

সলমনের এই উত্তরে বেশ অবাক হয়েছে বলি মহলের একটা বড় অংশ। কখনও ঐশ্বর্যা রাই, কখনও বা ক্যাটরিনা কইফের সঙ্গে জড়িয়ে সলমনের সম্পর্কে নানা গসিপ শোনা গিয়েছে ইন্ডাস্ট্রিতে। এই তালিকাটা বেশ দীর্ঘ। শেষ জল্পনা রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানটুরের সঙ্গে।

সলমন খান।— ফাইল চিত্র।

সলমন খান।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ১৫:০৪
Share: Save:

আপনি কি সলমন খানের ভক্ত? তা হলে নিশ্চিত ভাবেই একটা প্রশ্ন দীর্ঘ দিন ধরে ঘুরপাক খাচ্ছে আপনার মনে। বয়স তো কম হল না! ভাইজান বিয়ে করবেন কবে? বা আদৌ করবেন কি? সলমন ভক্ত না হলেও এ প্রশ্ন হয়তো উঁকি দিয়েছে আপনার মনে। প্রকাশ্যে বহু বার এই প্রশ্ন সামলেছেন সল্লু মিঞা। জবাবও দিয়েছেন নিজস্ব ভঙ্গিতে। কিন্তু এ বার যা উত্তর দিলেন, তাতে চমকে উঠবেন বিলক্ষণ!

আরও পড়ুন, এই পাঁচটি কারণে ‘চ্যাম্প’ আপনাকে দেখতেই হবে

সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাত্কারে সলমন বলেন, ‘‘বিয়ে করা মানে টাকার অপচয়। আমি আর ভালবাসাতেও বিশ্বাস করি না। আমার তো মনে হয়, ভালবাসা শব্দটারই তো থাকার কোনও কারণ নেই। আসল শব্দটা হওয়া উচিত প্রয়োজনীয়তা। জীবনের এক এক মুহূর্তে মানুষের এক একজনকে প্রয়োজন হয়। তখন সেই সম্পর্ককেই লোকে প্রেম বলে গুলিয়ে ফেলে। যখন যাকে প্রয়োজন, তখন তাকে ভালবাস। সুতরাং এই দুটো একই।’’

আরও পড়ুন, ‘বস ২’ কেন দেখবেন? জেনে নিন মূল পাঁচ কারণ

সলমনের এই উত্তরে বেশ অবাক হয়েছে বলি মহলের একটা বড় অংশ। কখনও ঐশ্বর্যা রাই, কখনও বা ক্যাটরিনা কইফের সঙ্গে জড়িয়ে সলমনের সম্পর্কে নানা গসিপ শোনা গিয়েছে ইন্ডাস্ট্রিতে। এই তালিকাটা বেশ দীর্ঘ। শেষ জল্পনা রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানটুরের সঙ্গে। তাঁর সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে ছিলেন সল্লু মিঞা। তা হলে কি সেই সম্পর্ক শেষ হয়ে গেল? কী এমন হল, যাতে বিবাহিত সম্পর্ককে টাকার অপচয় বলে মনে হচ্ছে তাঁর? ভালবাসা শব্দটার অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিতে চান তিনি? প্রশ্নগুলো ঘুরছে সিনে মহলের অন্দরে।

গত ২৩ জুন মুক্তি পেয়েছে সলমন খানের ছবি ‘টিউবলাইট’। তবে ছবিটি এখনও পর্যন্ত বক্স অফিসে তেমন ভাল ব্যবসা করেনি। ইদে মুক্তি পাওয়া সলমনের ছবির হিসেবে সবচেয়ে খারাপ রেকর্ড এ বারেই। তার মধ্যেই ব্যক্তিগত জীবনেও কি হতাশার ইঙ্গিত দিলেন নায়ক? (_)

গত ২৩ জুন মুক্তি পেয়েছে সলমন খানের ছবি ‘টিউবলাইট’। তবে ছবিটি এখনও পর্যন্ত বক্স অফিসে তেমন ভাল ব্যবসা করেনি। ইদে মুক্তি পাওয়া সলমনের ছবির হিসেবে সবচেয়ে খারাপ রেকর্ড এ বারেই। তার মধ্যেই ব্যক্তিগত জীবনেও কি হতাশার ইঙ্গিত দিলেন নায়ক? (_)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE