Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Salman Khan

ইদের পর উড়ান নিল ‘কিসি কা ভাই কিসি কি জান’! লক্ষ্মীর মুখ দেখে কী বললেন সলমন?

কেউ তাঁকে ‘ভাই’ বলেন, কেউ বলেন ‘জান’। তা নিয়েই সলমনের নিজস্ব প্রযোজনার ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, পারিবারিক ড্রামা এবং রোম্যান্সে ভরপুর ছবিটির পরিচালনা করেছেন ফারহাদ সামজি।

Salman Khan thanks fans supporting Kisi Ka Bhai Kisi Ki Jaan

ইদের দিন বেশি দর্শক হলমুখী হননি বলেই কম আয় হয়েছিল, আগামী দিনে বড় ইনিংস খেলতে চলেছে সলমনের ছবি. —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ০৮:৩৮
Share: Save:

ইদের দিন মুক্তি পেলেও শুরুতে গতি মন্থর ছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর। হঠাৎ উড়ান নিয়েছে সলমন খান অভিনীত ছবি। শুক্রবার, মুক্তির দিনে বক্স অফিসে রান তুলতে না পারলেও রবিবারের মধ্যে ঝুলিতে এল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা। সেই আনন্দে নিজের তরতাজা এক ছবি পোস্ট করে সমাজমাধ্যমে সকল দর্শককে ধন্যবাদ জানালেন ‘ভাইজান’।

সলমন টুইটারে লিখেছেন, “সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালবাসার জন্য, পাশে থাকার জন্য। আমার খুব ভাল লাগছে।” কালো শার্ট, মুখে আলগা হাসি—ছবিতে সলমনের পিছনে তাঁর নিজেরই আবছা সিল্যুয়েট। সেই দেখে এক ভক্তের মন্তব্য, “ভাই, তুমি তো আবার রোগা হচ্ছ দেখতে পাচ্ছি! ইদের শুভেচ্ছা নিয়ো।” আবার কেউ লিখেছেন, “ভাইজান, তোমাকে ভালবাসতে পারা আমাদের সৌভাগ্য। কিন্তু একটা নিয়ম ভুলে গেলে! কখনও ধন্যবাদ নয়, কখনও দুঃখ প্রকাশ নয়। মনে আছে?” আবার কেউ মন্তব্য করলেন, “আপনি আমাদের জীবন!” এ হেন নানা আবেগমথিত বক্তব্যে ভেসে গেল সলমনের নতুন পোস্ট করা ছবি।

‘কিসি কা ভাই কিসি কি জান’ বর্তমানে দেশ জুড়ে ব্যবসা করছে। বহু শো হাউজ়ফুল। যা সলমনের প্রতি অনুরাগীদের ভালবাসারই নজির। প্রথম দিনে ছবির সংগ্রহে এসেছিল ১৫ কোটি ৮১ লক্ষ টাকা। তার পরই বক্স অফিসে লক্ষ্মীলাভ। এক ধাক্কায় প্রায় ৬৩ শতাংশ বেড়েছে সংগ্রহ। দ্বিতীয় দিনে ঝুলিতে আসে ২৫ কোটি ৭৫ লক্ষ টাকা। তৃতীয় দিনেও একই প্রায়। সব মিলিয়ে তিন দিনে অঙ্কটি দাঁড়ায় ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা। সেই পরিসংখ্যানের দিকে তাকিয়ে চলচ্চিত্র বাণিজ্য বিশারদরা মনে করছেন, ইদের দিন বেশি দর্শক হলমুখী হননি বলেই কম আয় হয়েছিল। আগামী দিনে বড় ইনিংস খেলতে চলেছে সলমনের ছবি, এমনই বিশ্বাস রাখছেন তাঁরা।

কেউ তাঁকে ‘ভাই’ বলেন, কেউ বলেন ‘জান’। তা নিয়েই সলমনের নিজস্ব প্রযোজনার ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, পারিবারিক ড্রামা এবং রোম্যান্সে ভরপুর ছবিটির পরিচালনা করেছেন ফারহাদ সামজি। ‘পাঠান’-এ অতিথি চরিত্রে দেখা যাওয়া ছাড়া বহু বছর পর মূল চরিত্রে রয়েছেন সলমন। তিনি ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ভেঙ্কটেশ দগ্গুবতী, পূজা হেগড়ে, শেহনাজ় গিল, পলক তিওয়াড়ি প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE