ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে এক সময় নাকি প্রেমের সম্পর্ক ছিল সলমন খানের। তা নিয়ে আজও বহু জল্পনা চলে ইন্ডাস্ট্রির অন্দরে। কিন্তু সলমনকেই নাকি ঐশ্বর্যার ভাই ভেবেছিল ইন্ডাস্ট্রি। তবে অবশ্যই অনস্ক্রিন ভাই। কিন্তু কোন ছবিতে জানেন?
ঠিক এই কম্বিনেশনই ভেবেছিলেন মনসুর খান। ছবির নাম ‘জোশ’। ওই ছবিতে ঐশ্বর্যার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। কিন্তু শাহরুখ নন, ওই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন নাকি সলমন খান।
২০০০-এ মুক্তি পেয়েছিল ‘জোশ’। ওই প্রথম স্ক্রিন শেয়ার করেছিলেন শাহরুখ-ঐশ্বর্যা। কিন্তু রোম্যান্স নয়, বরং ভাই-বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। ওই ছবিতে অভিনেতা চন্দ্রচূড় সিংহের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছিল ঐশ্বর্যাকে। শোনা যায়, চন্দ্রচূড়ের ভূমিকায় নাকি প্রথম পছন্দ ছিলেন আমির খান।
আরও পড়ুন, কেমন আছেন সোনালি? জানালেন তাঁর স্বামী
তবে শেষ পর্যন্ত সলমন বা আমির কেউই ছবিটি করতে রাজি হননি। সে কারণেই শাহরুখ এবং চন্দ্রচূড়কে কাস্ট করেছিলেন পরিচালক।