বলিউডে যখন ধীরে ধীরে তাঁর জনপ্রিয়তা বাড়ছিল, ঠিক সেই সময় ধর্মের জন্য সিনেদুনিয়া ছাড়েন সানা খান। ‘বিগ বস্’-এর প্রাক্তন প্রতিযোগী তিনি। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সইদের সঙ্গে বিয়ে হয় তাঁর। তিনি মৌলবী এবং ইসলাম ধর্মের চর্চাকারী। বিয়ের পরে সানার বেশ পরিবর্তন নিয়ে কম হইচই হয়নি। সম্প্রতি সানা জানান, একসময় নাকি তাঁকে ‘বাজি’ (বোন) সম্বোধন করতেন সইদ।
আরও পড়ুন:
সম্প্রতি সানা জানান, স্বামী পাশে থাকলে তিনি নিজের বুদ্ধি খরচ করেন না। যা স্বামী বলেন, তা অন্ধের মতো মেনে চলেন। ধর্মই সানা ও সইদকে একে অন্যের কাছাকাছি নিয়ে আসে। সইদ নাকি আগে সানাকে ‘বোন’ বলেই সম্বোধন করতেন। তবে অভিনেত্রী সানার নিষ্ঠাভরে ধর্মাচরণ মুগ্ধ করে সইদকে। সানাকে অন্য চোখে দেখতে শুরু করেন তিনি। তারকাসুলভ বিলাসিতার পরিবর্তে অভিনেত্রীর সাদামাঠা জীবনচর্চা আকৃষ্ট করে গুজরাতের ব্যবসায়ী সইদকে।
সানা অবশ্য জানান, তিনি ‘মৌলানাজি’ বলেই ডাকতেন সইদকে। তখনও নাকি বুঝতেই পারেননি এই ধর্মগুরুই তাঁর জীবনসঙ্গী হয়ে উঠবেন। সইদ জানান, সানার প্রতি ওঁর প্রেম গভীর হয় পরিবারের প্রতি তাঁর মমত্ববোধ দেখে। বাবা-মায়ের খেয়াল রাখা থেকে সংসারের দেখভাল — সবকিছুই পরম মমতায় করতেন সানা। তখনই বুঝেছিলেন ‘বোন’ থেকে স্ত্রী হয়ে উঠতে চলেছেন সানা।