‘আনস্টপেবল।’ ইংরেজিতে ঠিক এই বিশেষণই আপাতত ব্যবহার হচ্ছে রাজকুমার হিরানির ছবি ‘সঞ্জু’র জন্য। সাতদিন আগে মুক্তি পেয়েছে এই ছবি। এর মধ্যেই বক্স অফিসে ২০০ কোটির রেকর্ড করতে চলেছে।
প্রথম তিন দিনেই ১০০ কোটির রেকর্ড ছুঁয়েছিল ‘সঞ্জু’। ভেঙেছিল ‘বাহুবলী’ (হিন্দি)-র মতো ম্যাগনাম ওপাসের রেকর্ড। মাত্র পাঁচদিনেই ১৬৭ কোটির রেকর্ড ছুঁয়ে ফেলেছে সঞ্জয় দত্তের বায়োপিক।
রণবীরও তাঁর জাদু দেখিয়েছেন এই ছবিতে। কপূর পরিবারের যোগ্য উত্তরসূরি কেরিয়ারের শুরুতে আলতো হোঁচট খেলেও সামলে নিয়েছিলেন। ‘ওয়েক আপ সিড’,‘আজব প্রেম কি গজব কহানি’,‘রকেট সিংহ...’,‘বরফি’,‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’...এ সব ছবিতে রণবীরের অভিনয় নিন্দুকদের নিশ্চুপ করিয়ে দেয়। কিন্তু বক্স অফিস হিট বোধহয় দরকার ছিল।