Advertisement
E-Paper

ব্রিটেনের অস্কার প্রতিনিধি, তবুও চলতি সপ্তাহে ভারতে মুক্তি অনিশ্চিত ‘সন্তোষ’-এর, কেন?

কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর থেকেই ‘সন্তোষ’ ছবিটি চর্চায়। আগামী বছর অস্কারে ব্রিটেনের প্রতিনিধিত্ব করবে ছবিটি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৯
Santosh awaiting censor clearance in India likely to miss January 10 release

‘সন্তোষ’ ছবির একটি দৃশ্যে অভিনেত্রী সাহানা গোস্বামী। ছবি: সংগৃহীত।

সন্ধ্যা সুরি পরিচালিত ‘সন্তোষ’ ছবিটি চলতি বছর অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করবে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর থেকেই সাহানা গোস্বামী অভিনীত এই ছবি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। চলতি সপ্তাহে ছবিটি ভারতে মুক্তি পাওয়ার কথা। কিন্তু শোনা যাচ্ছে, ছবির মুক্তি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্রের খবর, ১ জানুয়ারি সেন্সর বোর্ডের (সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) তরফে ছবিটির ট্রেলার ছাড়পত্র পায়। কিন্তু মঙ্গলবার পর্যন্ত ছবিটিকে সেন্সর বোর্ড কোনও ছাড়পত্র দেয়নি। ১০ জানুয়ারি, অর্থাৎ শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার কথা। হাতে রয়েছে মাত্র তিন দিন। ইন্ডাস্ট্রির এক সূত্রের দাবি, এতটা দেরি হলে ছবিটির মুক্তি পাওয়া কঠিন হতে পারে।

উত্তর ভারতের এক বিধবা মহিলা তার নিহত পুলিশ স্বামীর চাকরি ফিরে পায়। পুলিশে যোগ দেওয়ার পর সন্তোষ নামে সেই মহিলার সামনে কী কী চ্যালেঞ্জ হাজির হয়, তা নিয়েই ছবির কাহিনি আবর্তিত হয়েছে। সূত্রের দাবি, ছবির রাজনৈতিক প্রেক্ষাপট, জাতপাত নিয়ে প্রশ্ন তোলা-সহ একাধিক বিষয় সেন্সরের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। তবে অন্য একটি সূত্রের দাবি, ছবির মুক্তি পিছোলেও, ছবিটি চলতি মাসেই মুক্তি পাবে।

Santosh Sahana Goswami Hindi Film Cannes Oscars 2025 Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy