প্রায় এক বছর হতে চলল মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। তখন থেকেই তাঁরা বোন। তাঁরা অর্থাত্ ফতিমা সানা শেখ এবং সান্যা মলহোত্র। ‘দঙ্গল’-এর অনস্ক্রিন বোনেদের অফস্ক্রিন সম্পর্কও বোনের মতোই। কিন্তু তাঁদের এ ভাবে আগে দেখেছেন কি?
নিশ্চয়ই ভাবছেন, কেমন ভাবে? সদ্য সান্যা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেটা দেখলেই বুঝতে পারবেন, এই দুই অনস্ক্রিন বোনের নয়া রূপ ঠিক কেমন।
আসলে নাচের ক্লাসের একটি ভিডিও শেয়ার করেছেন সান্যা। সেখানে দেখা যাচ্ছে তাঁদের ‘হট ডান্স’।