Advertisement
১১ মে ২০২৪

চিন্তায় পড়েছেন স্কারলেট

অনেক আশা নিয়ে ‘ঘোস্ট ইন দ্য শেল’ ছবি করেছিলেন স্কারলেট ইয়োহানসন। এই ফিল্মের প্রচারে মুখ্য ভূমিকাও ছিল তাঁর। তবু বক্স অফিসে ছাপ ফেলতে পারল না ছবিটা। আমেরিকার সিনেমাহলে কালেকশন মাত্র ১৯ মিলিয়ন ডলার।

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০০:৩৭
Share: Save:

অনেক আশা নিয়ে ‘ঘোস্ট ইন দ্য শেল’ ছবি করেছিলেন স্কারলেট ইয়োহানসন। এই ফিল্মের প্রচারে মুখ্য ভূমিকাও ছিল তাঁর। তবু বক্স অফিসে ছাপ ফেলতে পারল না ছবিটা। আমেরিকার সিনেমাহলে কালেকশন মাত্র ১৯ মিলিয়ন ডলার। ‘দ্য বস বেবি’ বা ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সে দিক থেকে অনেকটা এগিয়ে। আর তাতে মুষড়ে পড়েছেন স্কারলেট। তাঁর ঘনিষ্ঠ একজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ছবির এমন মুখ থুবড়ে পড়ায় অভিনেত্রী নাকি বেশ হতাশ। সায়েন্স ফিকশন তাঁর খুব প্রিয়। আর এ ছবির বিষয়ও তাঁর খুব পছন্দের ছিল। নিজেই নাকি জানিয়েছিলেন, ‘আন্ডার দ্য স্কিন’ ছবির পর কোনও ছবির স্ক্রিপ্ট তাঁর এত ভাল লেগেছে। তা সত্ত্বেও দর্শকদের মুখ ফিরিয়ে নেওয়ায় ভেঙে পড়েছেন স্কারলেট।

অবশ্য শুরু থেকেই ‘ঘোস্ট ইন দ্য শেল’ নিয়ে বিতর্কের শেষ ছিল না। জাপানি ছবির অনুকরণে বানানো এই ছবির প্রায় সব চরিত্রেই শ্বেতাঙ্গ অভিনেতা। এ নিয়ে বিস্তর লেখালিখি হয় সংবাদ মাধ্যম। সেই সব খারাপ রিভিউ নাকি প্রভাব ফেলেছে ছবির বক্স অফিসে। বিশ্বব্যাপী মুক্তি পেলে হয়তো প্রযোজক সংস্থা ক্ষতির মুখ দেখবে না। কিন্তু ১১০ মিলিয়ন ডলারে বানানো ‘ঘোস্ট ইন দ্য শেল’কে প্যারামাউন্ট ‘লস’ হিসেবেই দেখছে। আর স্কারলেট তাকিয়ে ‘রাফ নাইট’ ছবির দিকে। জুন মাসে রিলিজ করা ছবি বক্স অফিসে চললে যদি হাসি ফোটে তাঁর মুখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Scarlett Johansson
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE