স্পাইক করা চুল। আধুনিকতম বেশভূষা। প্রথমে দেখে কট্টর আমির ভক্তও হয়ত চিনতে পারবেন না তাঁকে। ‘মিস্টার পারফেকক্টশনিস্ট’-এর হল কী?
‘সিক্রেট সুপারস্টার’ নিয়ে ফের বড় পর্দায় আমির খান। এ বার এক ছোট্ট সঙ্গীতশিল্পীর জীবনে ‘মসিহা’ হয়ে দেখা দেবেন আমির। গতকালই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারেই স্পষ্ট ‘তারে জমিন পর’-এর পর ফের এক বার আমির হতে চলেছেন এক জন সচ্চা পথপ্রদর্শক।
আরও পড়ুন, তড়িঘড়ি মুম্বই ফিরলেন আমির, কেন?