শানের মা সোনালী মুখোপাধ্যায় প্রয়াত। বৃহস্পতিবার এই দুঃসংবাদ প্রকাশ্যে এনেছেন গায়ক কৈলাস খের।
টুইটারে কৈলাস লিখেছেন, ‘শানের মায়ের দেহাবসান হয়েছে। ঈশ্বরের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করি। তিন ভুবনের অধিপতি শিবের কাছে প্রার্থনা করি, যাতে শান এবং তাঁর পরিবার যেন এই দুঃসহ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা পায়।’
बड़े भाई शान @singer_shaan की माँ का देहावसान हो गया॥ परमेश्वर से दिवंगत आत्मा की सद्गति की प्रार्थनाएँ॥ तीनों लोक के अधिपति भगवान शिव से प्रार्थना है की हमारे शान भैया के परिवार को ये दुःख सहन करने की शक्ति मिले॥ अनन्त प्रार्थना ॐ
— Kailash Kher (@Kailashkher) January 20, 2022
শান বা তাঁর পরিবারের কোনও সদস্য যদিও এখনও এ বিষয়ে কোনও কথা বলেননি। শানের মা পেশায় গায়িকা ছিলেন। ৭০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন ছবিতে কোরাসে গান গেয়েছেন সোনালি। অতীতে এক সাক্ষাৎকারে শান জানান, বাবা মানস মুখোপাধ্যায় যখন মারা যান, তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। শান এবং বোন সাগরিকাকে একা হাতে বড় করেছিলেন তাঁদের মা।