Advertisement
E-Paper

ভারত-পাক মেলবন্ধনে নাসির

সীমান্তের কাঁটাতার কবেই বা সুরের সফর রুখতে পেরেছে? দেশভাগের ক্ষত মুছে সেই সব কঠিন সময়েই সুরের হাত ধরে যে মেলবন্ধনের যাত্রা শুরু হয়েছিল, তাকেই আরও খানিকটা এগিয়ে নিয়ে গেলেন নাসিরউদ্দিন শাহ এবং পাকিস্তানের গায়ক শাফাকাত আমানত আলি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০০:০০

সীমান্তের কাঁটাতার কবেই বা সুরের সফর রুখতে পেরেছে? দেশভাগের ক্ষত মুছে সেই সব কঠিন সময়েই সুরের হাত ধরে যে মেলবন্ধনের যাত্রা শুরু হয়েছিল, তাকেই আরও খানিকটা এগিয়ে নিয়ে গেলেন নাসিরউদ্দিন শাহ এবং পাকিস্তানের গায়ক শাফাকাত আমানত আলি। শাফাকাতের মিউজিক ভিডিও ‘দিল ধড়কনে না শবাব’-এ দেখা যাবে নাসিরকে। শুটিং শেষ হয়েছে চলতি মাসের গোড়ায়।

সম্প্রতি নাসিরউদ্দিনের জন্মদিনে মিউজিক ভিডিওর দু’টি ছবি প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই মিউজিক ভিডিও-টি প্রকাশিত হবে। পাকিস্তানের ‘খুদা কে লিয়ে’ বা ‘জিন্দা ভাগ’-এর মতো ছবিতে নাসিরউদ্দিনকে অভিনয় করতে দেখা গিয়েছে।

‘দিল ধড়কনে কা শবাব’ কিন্তু নতুন গজল নয়। এর আগে বহুবার গজলটি গাওয়া হয়েছে। তবে শাফাতাকের কাছে গজলটির গুরুত্ব অন্যত্র। যে কম্পোজিশনটি তিনি গেয়েছেন, সেটি তাঁর বাবা, বিখ্যাত গায়ক উস্তাদ আমানত আলি খানের সৃষ্টি।

Shafqat Amanat Ali Naseeruddin Shah Dil dharhaknay ka sabab Khuda Kay Liye Zinda Bhaag Ustad Amanat Ali Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy