তাঁরা কলিগ। ফিল্মি পার্টিতে হয়তো দেখাও হয়। কাজের বাইরে আলাদা করে কোনও বন্ধুত্বের খবর পাওয়া যায়নি। কিন্তু তাও এক জনের চূড়ান্ত ব্যক্তিগত বিষয় অন্য জন জানলেন কী ভাবে? তাঁরা অর্থাত্ শাহরুখ খান-রণবীর সিংহ। রণবীরের একান্ত ব্যক্তিগত একটি তথ্য এ বার জনসমক্ষে ফাঁস করলেন শাহরুখ খান।
জানেন সেটা কী?
ক্যামেরার সামনে এসআরকে জানিয়েছেন, রণবীর নাকি প্যাডেড আন্ডারওয়্যার ব্যবহার করেন! সত্যিই কি তাই? আরও একধাপ এগিয়ে কারও কারও কৌতূহল, এ তথ্য শাহরুখ কী ভাবে জানলেন?
বিষয়টা ঠিক কী? সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারে ‘কফি উইথ কর্ণ’-এ গিয়েছিলেন শাহরুখ খান এবং আলিয়া ভট্ট। সেখানে কর্ণ তাঁকে প্রশ্ন করেন, যদি কখনও রণবীর সিংহ হয়ে তাঁর ঘুম ভাঙে, তা হলে তিনি কী করবেন? সহাস্য শাহরুখের জবাব, ‘‘ঘুম থেকে উঠে প্যাডেড আন্ডারওয়্যার পরতে হবে ভেবে অবাক হব।’’
শাহরুখের এই উত্তর শুনে বলি মহলের ব্যখ্যা, রণবীর প্যাডেড আন্ডারওয়্যার পরেন বলে মনে করেন শাহরুখ। তাই রণবীর হয়ে ঘুম ভাঙলে তাঁকেও সেটাই পরতে হবে বলে প্রকাশ্যে বলেও ফেললেন!