Advertisement
E-Paper

‘ধুরন্ধর’-এ নিষ্ঠুর চরিত্রে অভিনয় করে ২.৫ কোটি পারিশ্রমিক! দীর্ঘ অভিনয়জীবনে মোট কত সম্পত্তির মালিক অক্ষয়?

কালো পোশাক, চোখে রোদচশমা। সেলাম ঠুকতে ঠুকতে গাড়ি থেকে নামছেন অক্ষয়। তার পর নাচতে নাচতে এক আসরে প্রবেশ করছেন। নেপথ্যে বাজছে আরবি গান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২২:৫৯
অক্ষয় খন্নার সম্পত্তির পরিমাণ কত?

অক্ষয় খন্নার সম্পত্তির পরিমাণ কত? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ নিয়ে আলোচনা সর্বত্র। ছবিতে প্রত্যেকের অভিনয় উচ্চ প্রশংসিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন অক্ষয় খন্না। ‘রেহমান বালোচ’-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি। একটি গানে অক্ষয়ের উপস্থিতি নিয়ে হইহই পড়ে গিয়েছে। এই অবসরে, আলোচনা শুরু হয়েছে অক্ষয়ের সম্পত্তির পরিমাণ নিয়েও।

কালো পোশাক, চোখে রোদচশমা। সেলাম ঠুকতে ঠুকতে গাড়ি থেকে নামছেন অক্ষয়। তার পর নাচতে নাচতে এক আসরে প্রবেশ করছেন। নেপথ্যে বাজছে আরবি গান। এই দৃশ্যে মাতোয়ারা অনুরাগীরা। কিন্তু এই নাচ তিনি শিখলেন কোথায়? ‘ধুরন্ধর’ ছবির আর এক অভিনেতা দানিশ পানডোর জানিয়েছেন, অক্ষয় কারও থেকে এই নাচ শেখেননি। আলাদা করে কোনও কোরিয়োগ্রাফিরও দরকার হয়নি। নিজের ছন্দে পা মিলিয়েছিলেন তিনি। পরিচালক আদিত্য ধর তাঁকে বলেই দিয়েছিলেন, “আপনার যেটা ভাল মনে হয় করুন।” অক্ষয় যা করেছিলেন, তা অনায়াসে পছন্দ হয়ে যায় আদিত্যের।

অভিনেতা হিসাবে প্রশংসা পেলেও তারকাসুলভ স্বীকৃতি সেই ভাবে পাননি অক্ষয়। এই নতুন অবতারে তাই তাঁকে দেখে অবাক অনুরাগীরা। ১৯৯৭ সালে ‘হিমালয়পুত্র’ ছবিতে অভিনয় করেছিলেন প্রথম। তার পরে ‘বর্ডার’, ‘দিল চাহতা হ্যায়’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। ২০২৫ সালে খলনায়ক হিসাবে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। ‘ছাওয়া’ ছবিতেও তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। সেই ছবিটিও বক্স অফিসে সফল। এত দিনের অভিনয়সফরে অক্ষয়ের সম্পত্তির পরিমাণ কত? সেই প্রশ্নও উঠছে এই অবসরে।

জানা যাচ্ছে, অক্ষয় ১৬৭ কোটি টাকার মালিক। বরাবরই শান্ত ও অন্তর্মুখী অভিনেতা তিনি। সমাজমাধ্যমেও তিনি সক্রিয় নন। কিন্তু নীরবে নিজের জগৎ তৈরি করেছেন। মুম্বইয়ের জুহু, মালাবার হিল, টারডেও-র মতো স্থানে বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর। জায়গাজমির পরিমাণ নাকি প্রায় ১০০ কোটির কাছাকাছি।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয় করে ২.৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।

Akshay Khanna Dhurandhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy