Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ জানুয়ারি ২০২২ ই-পেপার

রান্না করছেন শাহরুখ-কন্যা সুহানা, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আসলে, ইনস্টাগ্রামে সুহানা খানের একটি ফ্যানক্লাব ১৭ বছরের স্কুল পড়ুয়া মেয়ের নুডলস তৈরির এই ছবি শেয়ার করেছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় এক কথায় ভা

নিজস্ব প্রতিবেদন
১২ জানুয়ারি ২০১৮ ১১:৫৩
কী রান্না করছে সুহানা? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

কী রান্না করছে সুহানা? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

শাহরুখ খানের মেয়ে বলা কথা। লাইমলাইটে কী ভাবে থাকতে হয়, তা তো তাঁর জানা থাকবেই। যদিও এ বার কোনও বিয়ে বাড়ি বা পার্টিতে গিয়ে বন্ধুদের সঙ্গে হইচই নয়। একেবারে অন্য অবতারে দেখা গিয়েছে এই স্টারকিডকে।

রান্নাঘরে চটজলদি নুডলস তৈরি করার পাঠ সব ছেলেমেয়েরই কম-বেশি রয়েছে। স্কুল-কলেজের হস্টেলে থাকার সময় সবাইকে এই কাজটি শিখতেই হয়। এ কাজে যে তিনিও পটু তা প্রমাণ করলেন সুহানা খান। এক্ষেত্রে স্টার কিডরাও যে সাধারণ পড়ুয়াদের মতোই তার প্রমাণ দিয়েছে শাহরুখের মেয়ে।

আসলে, ইনস্টাগ্রামে সুহানা খানের একটি ফ্যানক্লাব ১৭ বছরের স্কুল পড়ুয়া মেয়ের নুডলস তৈরির এই ছবি শেয়ার করেছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় এক কথায় ভাইরাল।

Advertisement

A post shared by Suhana Khan (@suhanakhanuniverse) on

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, এই একরত্তি স্টার কিডকে চেনেন?

আরও পড়ুন, সুইৎজারল্যান্ড থেকে ফিরল তৈমুর, সঙ্গে কে?

ফ্যানেদের অনেকেরই মত, মাঝ রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সাধারণ পড়ুয়াদের মতোই নুডলস তৈরি করে আসর জমাচ্ছিল সুহানা। যদিও ছবিটি কোথায় ও কবে তোলা হয়েছে তা জানা যায়নি।

আরও পড়ুন

Advertisement