Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০১ ডিসেম্বর ২০২১ ই-পেপার

Shah Rukh Khan: ‘ড্যাডি কুল’ গানে নাচছেন শাশুড়ি মা, ভিডিয়ো দেখে কী বললেন শাহরুখ?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩২
শাহরুখের চোখ এড়িয়ে যায়নি শাশুড়ি মায়ের নাচ।

শাহরুখের চোখ এড়িয়ে যায়নি শাশুড়ি মায়ের নাচ।

শাশুড়ি মায়ের নাচ দেখে মুগ্ধ স্বয়ং শাহরুখ খান। নেটমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন ‘কিং খান’।

সম্প্রতি মায়ের জন্মদিন উপলক্ষে তাঁর একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেন গৌরী খান। সেখানে দেখা যাচ্ছে, গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে ‘ড্যাডি কুল’ গানে নাচছেন গৌরীর মা সবিতা ছিবা। উচ্ছ্বসিত হয়ে দিব্যি নিজের মতো করে নাচছেন তিনি। বার্ধক্যজনিত কোনও সমস্যার ছাপ নেই তাঁর নাচে। এই ভিডিয়ো দিয়ে গৌরী লিখেছেন, ‘তোমার মতো করে কেউ নাচতে পারবে না। শুভ জন্মদিন মা।’

Advertisement

শাশুড়ির এই নাচ শাহরুখের চোখ এড়িয়ে যায়নি। গৌরীর এই ভিডিয়োটি রিটুইট করে শাহরুখ লিখেছেন, ‘শাশুড়ি মায়ের কাছ থেকে এ বার নাচ শিখতে হবে।’ গৌরীর মায়ের নাচ দেখে শাহরুখের এই মন্তব্যে হাসির রোল উঠেছে নেটমাধ্যমেও।

আপাতত সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির কাজ করছেন শাহরুখ। শেষ তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে। বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি সেই ছবি।

আরও পড়ুন

Advertisement