Advertisement
E-Paper

মৃত্যুর সঙ্গে লড়ছেন শাহরুখের সহ-অভিনেতা! হাসপাতালের বড় বিল মেটাতে সাহায্যের আবেদন

চিকিৎসা চলছে ‘ডাঙ্কি’ অভিনেতার। তাই আর্থিক সমস্যার মুখেও পড়েছেন তিনি। হাসপাতালের বিল মেটাতে তাঁকে নাকি বেশ বেগ পেতে হচ্ছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৪:৪৩
Shah Rukh Khan’s film Dunki actor Varun Kulkarni seeks financial help to pay hospital bill

কঠিন রোগে আক্রান্ত শাহরুখের ছবির অভিনেতা বরুণ কুলকর্নি। ছবি: সংগৃহীত।

মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শাহরুখ খানের ছবির অভিনেতা। ২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ডাঙ্কি’-তে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন বরুণ কুলকর্নি। বর্তমানে তিনি কিডনির জটিল রোগে আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন। প্রতি সপ্তাহে দু’বার করে ডায়ালিসিসি করাতে হচ্ছে। বিষয়টি বরুণের বন্ধু রোশন শেট্টি সমাজমাধ্যমে তুলে ধরেন। অনবরত রক্ত পরিশোধনের কাজ চলছে ‘ডাঙ্কি’র অভিনেতার। তাই আর্থিক সমস্যার মুখেও পড়েছেন তিনি। হাসপাতালের বিল মেটাতে তাঁকে নাকি বেশ বেগ পেতে হচ্ছে, জানিয়েছেন রোশন।

তাই সমাজমাধ্যমে একটি পোস্ট করে সাহায্য চেয়েছেন অসুস্থ অভিনেতার বন্ধু। বরুণের একটি ছবি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, “বন্ধু ও নাট্য অভিনেতাদের জানাচ্ছি, বরুণ এই মুহূর্তে কিডনির গুরুতর অসুখে ভুগছে। ওর চিকিৎসার জন্য আগেও টাকা তোলার চেষ্টা করেছি। কিন্তু খরচ ক্রমশ বেড়েই চলেছে। এক সপ্তাহে দুই থেকে তিন বার ডায়ালিসিসের প্রয়োজন পড়ছে। তার সঙ্গে হাসপাতালের আনুষঙ্গিক খরচ তো রয়েছেই। দু’দিন আগেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, ডায়ালিসিসের জন্য হাসপাতালে নিয়ে যেতে হয় বরুণকে।”

রোশন তাঁর বন্ধুর শারীরিক অবস্থা নিয়ে লিখেছেন, “বরুণ শুধু একজন অসাধারণ শিল্পীই নয়, মানুষ হিসাবেও খুব ভাল। খুব কম বয়সে বাবা-মাকে হারিয়েছে। নিজের ক্ষমতায় নিজেকে তৈরি করেছে। বহু বাধা অতিক্রম করে অভিনয়ের জগতে এসেছে। একজন শিল্পীর জীবনে আর্থিক টানাপড়েন লেগেই থাকে। কিন্তু এই অবস্থায় ওর সাহায্যের দরকার।”

‘ডাঙ্কি’ ছবিতে এক ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও ‘স্ক্যাম ১৯৯২’, ‘দ্য ফ্যামিলি ম্যান’-র মতো সিরিজ়েও কাজ করেছেন বরুণ।

Dunki Shah Rukh Khan The Family Man
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy