Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ জানুয়ারি ২০২২ ই-পেপার

মেয়ের বিয়ে কবে? শক্তি বললেন...

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২২ মার্চ ২০১৯ ১৮:৫৮
বাবার সঙ্গে শ্রদ্ধা।

বাবার সঙ্গে শ্রদ্ধা।

কম ছবিতে কাজ করেন তিনি। কিন্তু অল্প দিনের কেরিয়ারেই বলিউডে নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন শ্রদ্ধা কপূর। ফলে অনস্ক্রিন তো বটেই, শ্রদ্ধার অফস্ক্রিনের খবর জানতেও আগ্রহী অনুরাগীরা। শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই নাকি বিয়ে করবেন শ্রদ্ধা। কিন্তু পাত্র কে জানেন?

পেশায় ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের গসিপ রয়েছে বলিউডে। শোনা যায়, গত এক বছর ধরে সিরিয়াস সম্পর্কে রয়েছেন তাঁরা। কিন্তু প্রকাশ্যে এই সম্পর্কের কথা কখনওই স্বীকার করেননি। তবে এখনই মেয়ের বিয়ের খবর একেবারেই উড়িয়ে দিলেন শ্রদ্ধার বাবা শক্তি কপূর।

এক সাক্ষাত্কারে শক্তি বলেন, ‘‘শ্রদ্ধার বিয়ের খবর একেবারে ভুল। অন্তত চার-পাঁচ বছরের আগে বিয়ে করবে না ও। এখন শুধু কেরিয়ারে মন দিতে চায় ও। আগামী দু’বছর তো কোনও ডেটও খালি নেই।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

রোহনের সঙ্গে মেয়ের সম্পর্কও অস্বীকার করেছেন শক্তি। তাঁর দাবি, ফিল্ম ইন্ডাস্ট্রি এমন জায়গা যেখানে সব সময়ই কারও না কারও সঙ্গে লিঙ্কআপের চেষ্টা করা হয়। শ্রদ্ধা সম্পর্কেও সে সব রটছে বলে দাবি করেছেন অভিনেতা।

আরও পড়ুন, এঁর সঙ্গেই প্রেম করছেন শ্রদ্ধা?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)Tags:
Shraddha Kapoor Shakti Kapoor Bollywood Celebritiesশ্রদ্ধা কপূর

আরও পড়ুন

Advertisement