Advertisement
E-Paper

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন শর্মিলা, সেরে উঠলেন কী ভাবে, জানালেন মেয়ে সোহা

শর্মিলা ঠাকুর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। তিনি, কী ধরনের চিকিৎসা চলছে সে সব নিয়ে মুখ খোলেনি অভিনেত্রী। এ বার তাঁর মেয়ে সোহা আলি খান জানালেন মায়ের স্বাস্থ্যের হালহকিকত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১২:২৮
শর্মিলার স্বাস্থ্যের খবর জানালেন মেয়ে সোহা।

শর্মিলার স্বাস্থ্যের খবর জানালেন মেয়ে সোহা। ছবি: সংগৃহীত।

প্রায় ১৪ বছর পর ফের বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর। মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘পুরাতন’। গত কয়েক মাস বেশ কয়েক বার কলকাতা-মুম্বই করতে হয়েছে তাঁকে। বয়স জনিত কারণে ধকল গিয়েছে, কিন্তু অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই। ২০২৩ সালে ‘কফি উইথ কর্ণ’ শোয়ে এসে প্রথম বার শর্মিলা জানান তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। কিন্তু কেমন অবস্থায় আছেন তিনি, কী ধরনের চিকিৎসা চলছে সে সব নিয়ে মুখ খোলেনি অভিনেত্রী। এ বার তাঁর মেয়ে সোহা আলি খান জানালেন মায়ের স্বাস্থ্যের হালহকিকত।

সোহা জানান, কঠিন সময় তাঁদের পরিবারে এসেছে। দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদেরও। ঠিক যেমনটা হয় আর পাঁচটা পরিবারে। যদিও শর্মিলা ঠাকুরের ক্যানসার ধরা পড়ে স্টেজ জিরোতে। কিন্তু কোনও ধরনের কেমোথেরাপির প্রয়োজন পড়েনি অভিনেত্রীর। সোহার কথায়, ‘‘আমাদের পরিবারে স্বজনবিয়োগ দেখেছি। দুশ্চিন্তার মুহূর্ত এসেছে, যখন আমার মা শর্মিলা ঠাকুরের ক্যানসার ধরা পড়ল। জিরো স্টেজে ধরা পড়ে মারণরোগ। কেমোথেরাপি ছাড়াই অবশ্য মা সুস্থ হয়ে ওঠেন। ক্যানসার আক্রান্ত অংশ তাঁর শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়। এখন তিনি সুস্থ।” ক্যানসার ধরা পড়ার পর ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির জন্য প্রস্তাব পেয়েছিলেন শর্মিলা। তখন অসুস্থতার কারণে ফিরিয়ে দেন সেই প্রস্তাব। এ বার বহু বছর বাংলা সিনেমায় ফিরে এলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

Sharmila Tagore Soha Ali Khan Bollywood Actress Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy