বয়স দু’বছর ছ’মাস। কিন্তু এর মধ্যেই দস্যি হয়েছে ছেলে। আর এই বয়সেই মিডিয়ার যাবতীয় স্পটলাইট কেড়ে নিতেও তার জুড়ি মেলা ভার। সে হল আব্রাম। বলি-বাদশা শাহরুখ খানের ছোট ছেলে। এ বার বাবার সঙ্গে গোয়ার বিচে বাইক চালিয়ে শিরোনামে এল সে।
সম্প্রতি গোয়ায় শাহরুখের সঙ্গে শুটিংয়ে গিয়েছে আব্রাম। শুটিংয়ের সময়টুকু বাদ দিলে দিনের বাকিটা সময় বাবার গায়ের সঙ্গে সেঁটে রয়েছে। খাওয়া, ঘুম কোনওটাই বাবাকে ছাড়া তার চলছে না। আর শাহরুখও ছেলে এ ভাবে সময় দিতে পেরে বেজায় খুশি।