সর্দিকাশিতে জর্জরিত শশী তরুর। তার মধ্যেই আরিয়ান খানকে নিয়ে দীর্ঘ পোস্ট করলেন কংগ্রেস নেতা। হঠাৎ শাহরুখ-পুত্রকে নিয়ে কী লিখলেন তিনি?
ওটিটি মঞ্চে মুক্তি পেয়েছে আরিয়ান পরিচালিত ‘দ্য ব্যাড্স অফ বলিউড’। অসুস্থতার মধ্যে সেই সিরিজ়ে মন দিয়েছিলেন শশী। তার পরেই সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ভাগ করে নিলেন তিনি। শশী লেখেন, “সর্দিকাশিতে ভুগছি। তাই দু’দিনের জন্য সমস্ত কাজ থেকে ছুটি নিয়েছি। এই অবস্থায় আমার কর্মীরা এবং আমার বোন স্মিতা তরুর কম্পিউটার থেকে চোখ সরিয়ে ওটিটি-তে মন দেওয়ার পরামর্শ দিলেন। ওটিটি-তে আজ পর্যন্ত যা যা দেখেছি, তার মধ্যে অনন্য কিছু দেখলাম। একেবারে সোনা!”
আরিয়ানের সিরিজ় দেখে এমনই প্রতিক্রিয়া শশীর। তিনি আরও লেখেন, “‘দ্য ব্যাড্স অফ বলিউড’ দেখে আমি প্রশংসা করার জন্য ভাষা খুঁজে পাচ্ছি না। সিরিজ়টির সঙ্গে বোঝাপড়া তৈরি হতে একটু সময় লাগে। কিন্তু একবার ভাল লেগে গেলে ছাড়া যায় না। কী ক্ষুরধার লেখনী, নির্ভীক পরিচালনা। যে সাহসের সঙ্গে বিদ্রুপ দেখানো হয়েছে এই সিরিজ়ে, সত্যিই বলিউডের এটা প্রয়োজন ছিল।” ভূয়সী প্রশংসায় শাহরুখ-পুত্রকে ভরিয়ে দিয়েছেন শশী। সিরিজ়ের টানটান উত্তেজনার সঙ্গে পরতে পরতে থাকা ব্যঙ্গ বেশ পছন্দ হয়েছে রাজনীতিবিদের। তাই তিনি লেখেন, “গল্প শক্তিশালী ভাবে বলা যায়, দেখিয়ে দিয়েছে এই সিরিজ়ের সাতটি পর্ব। আরিয়ান খানকে কুর্নিশ। অসাধারণ কাজ করেছ তুমি।”
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। শাহরুখকে নিজের পোস্টে ট্যাগ করে শশী লেখেন, “একজন বাবা হিসাবে আর এক বাবাকে বলছি, আপনি নিশ্চয়ই খুব গর্বিত!”
উল্লেখ্য, আরিয়ানের এই সিরিজ় সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে এই সিরিজ় নিয়ে চর্চা হচ্ছে বিস্তর। আরিয়ানের এই সিরিজ়ে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল, অন্যা সিংহ।