মোবাইল বাজছে। ফোনটা ধরলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার। মুহূর্তে শুরু হল এক হত্যা রহস্যের তদন্ত। বাস্তবে নয়, রুপোলি পর্দায়।
দেশজুড়ে সাড়া ফেলা শিনা হত্যাকাণ্ড এ বার ধরা পড়বে ফ্রেমে। সৌজন্যে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। কিন্তু শিনা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন? পরিচালকের প্রথম পছন্দ ঋতুপর্ণা সেনগুপ্ত। রহস্য গল্পের এই রহস্যের অবশ্য এখনও পুরোপুরি সমাধান হয়নি। কারণ, ঋতুপর্ণা সেনগুপ্ত এখনও বিষয়টি নিশ্চিত করেননি। পাশাপাশি শিনার চরিত্রের জন্য রিয়া সেনের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে।
অগ্নিদেব জানিয়েছেন, ‘‘বাস্তবে ঘটনাটি দেখে আমরা ভাবছি মা কত খারাপ। কিন্তু মেয়ে এমন কী করল যাতে মা তাকে গলা টিপে মারল? এই দিকটাই ছবিতে থাকবে। পাশাপাশি ১৯ বছরের একটা সাধারণ মেয়ে কী ভাবে সমাজের উঁচু তলায় জায়গা করে নিল থাকবে সে জার্নিটাও।’’ কলকাতা, মুম্বই এবং গুয়াহাটিতে ছবির শ্যুটিং শুরু হবে চলতি মাসের শেষের দিকে। ম্যাকমিল ইন্ডিয়ার প্রদীপ চুড়িওয়ালের প্রযোজনায় আগামী দিওয়ালিতে বাংলা, ইংরাজি এবং হিন্দি— তিনটি ভাষাতেই মুক্তি পেতে পারে ছবিটি।