এক বার নিজের মৃত্যুর খবর নিজেই পেয়েছিলেন শেফালী জরীওয়ালা। ২০০২ সালে ‘কাঁটা লগা’ গানে নেচে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী। সেই যুগে শেফালীর সেই নাচ দেখার অনুমতি ছিল কেবল প্রাপ্তবয়স্কদের। কোমরে নিম্নগামী জিন্সের প্যান্ট থেকে অন্তর্বাসের উঁকি এবং হাতে উল্কি। সেই উল্কির জন্যই এক বার বিতর্ক তৈরি হয়েছিল অভিনেত্রীকে ঘিরে।
সেই মিউজ়িক ভিডিয়োতেই ছিল, প্রেমিকের মন জয় করতে শেফালীর হাতের উল্কিতে লেখা ‘আই লভ ইউ’। এই উল্কির সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ক্যানসারের জেরেই তাঁর মৃত্যু হয়। ‘কাঁটা লগা’ গান জনপ্রিয় হওয়ার পরে শেফালীর নামে এই খবর রটে গিয়েছিল এক বার। বিষয়টি গত বছর পারস ছাবড়ার পডকাস্টে জানান অভিনেত্রী।
আরও পড়ুন:
মৃত্যুর খবর যখন রটেছিল, তখন জনপ্রিয়তার শিখরে শেফালী। তাই তাঁর কাছে পর পর ফোন এসেছিল। শেফালী নিজেই বলেছেন, “মৃত্যুর খবর জাতীয় খবরে পরিণত হয়েছিল। সংবাদমাধ্যম থেকে পর পর ফোন আসছিল। তখন অনুরাগীদের উন্মাদনা অন্য মাত্রায় দেখা যেত। তখন তো সমাজমাধ্যম ছিল না। ল্যান্ড লাইনে ফোন করে সবাই জানতে চাইত, বেঁচে আছি কি না। এই বিষয়টা সত্যিই খুব মজার ছিল!”
মৃত্যুর ভুয়ো খবর যে ২০২৫ সালে সত্যি হয়ে উঠবে তা কল্পনাও করেননি শেফালী। গত ২৭ জুন রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিনোদন জগতের অনেকেই।