Advertisement
৩০ মার্চ ২০২৩
Shehnaaz Gill

শুটিং করতে করতে পড়ে গেলেন শেহনাজ়! তবে নায়ক যখন টেনে তুললেন, চোখ পড়ল রসায়নেই

সাগরপাড়ে গোলাপি খাটো পোশাকে ছুটছেন শেহনাজ, পিছন পিছন গুরু। তবে হঠাৎ ছোট্ট মিষ্টি দুর্ঘটনা। বালির উপর পিছলে পড়লেন নায়িকা। নায়ক তো হেসেই খুন।

 শুধু ‘মুন রাইজ়’ গানের ভিডিয়োতেই নয়, পর্দার বাইরেও নাকি একসঙ্গে দেখা যাচ্ছে জুটিকে।

 শুধু ‘মুন রাইজ়’ গানের ভিডিয়োতেই নয়, পর্দার বাইরেও নাকি একসঙ্গে দেখা যাচ্ছে জুটিকে। ছবি:ইনস্টাগ্রাম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৯:৩৬
Share: Save:

প্রেমে পড়েছেন শেহনাজ় গিল। নতুন গানের ভিডিয়ো মুক্তি পাওয়ার পর থেকে এমনই গুঞ্জন বাতাসে। গুরু রণধাওয়ার সঙ্গে ফুরফুরে প্রজাপতির মতো উড়ছেন শেহনাজ়। কানাঘুষো শোনা যাচ্ছে, শুধু ‘মুন রাইজ়’ গানের ভিডিয়োতেই নয়, পর্দার বাইরেও নাকি একসঙ্গে দেখা যাচ্ছে জুটিকে।

Advertisement

সম্প্রতি তাঁদের এক খুনসুটির মুহূর্ত ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একসঙ্গে সমুদ্রসফরে গিয়েছেন সানা-গুরু। সাগরপাড়ে গোলাপি খাটো পোশাকে ছুটছেন শেহনাজ়, পিছন পিছন গুরু। তবে হঠাৎ ছোট্ট মিষ্টি দুর্ঘটনা। বালির উপর পিছলে পড়লেন নায়িকা। নায়ক তো হেসেই খুন। ধরে তুললেন সঙ্গীকে। সেই দৃশ্য বার বার দেখে চলেছেন অনুরাগীরা। গানের ভিডিয়োর শুট করতে গিয়ে নির্ঘাত পরস্পরে মজেছেন তাঁরা। সে নিয়েই জল্পনা তুঙ্গে।

‘বিগ বস ১৩’-র দৌলতে প্রথম বার দর্শকের সঙ্গে পরিচয় হয় পঞ্জাবের উঠতি অভিনেত্রী শেহনাজ় কৌর গিলের। রিয়্যালিটি শো শেষ হওয়ার পর যেন রাতারাতি বদলে গিয়েছিল শেহনাজ়ের জীবন। সবচেয়ে বড় বদল ছিল শেহনাজ়ের কাছের মানুষ অভিনেতা সিদ্ধার্থ শুক্লর প্রয়াণ। তবে ব্যক্তিগত ঝড়ঝাপটা সামলে নতুন রূপে দর্শকের সামনে এসেছেন শেহনাজ়। দর্শকও তাঁর প্রতি ভালবাসা দেখাতে এক ফোঁটা কার্পণ্য করেননি।

খুব শীঘ্রই শেহনাজ়ের অভিষেক হতে চলেছে বলিউডে। তা-ও আবার সলমন খানের ‘কিসি কি ভাই, কিসি কি জান’ ছবিতে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.