Advertisement
E-Paper

কঙ্গনাকে ‘ডাইনি’ বলেছিলেন শেখর, বিজেপিতে যোগ দিতেই সুর বদলে কী বললেন অভিনেতা?

বিজেপিতে যোগ দেওয়ার মাসখানেক আগে থেকেই কঙ্গনার প্রতি সুর নরম করতে শুরু করেন শেখর। এ বার অভিনেত্রীর হয়ে প্রচার করতেও রাজি তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ১১:১৬
(বাঁ দিকে) কঙ্গনা রানাউত। শেখর সুমন (ডান দিকে)।

(বাঁ দিকে) কঙ্গনা রানাউত। শেখর সুমন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ছেলে অধ্যয়ন সুমনের সঙ্গে কঙ্গনা রানাউতের প্রেমে ইতি, তা-ও এক দশক আগের কথা। সেই সময় অভিনেত্রীর উপর ‘ডাইনি’, কালো জাদু করেন, মাদকাসক্ত— এমন নানা অভিযোগ আনেন অধ্যয়নের বাবা শেখর সুমন। এ বার লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন শেখর সুমন। এ দিকে হিমাচল প্রদেশে মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপির হয়ে দাঁড়িয়েছেন কঙ্গনা। বিজেপিতে যোগ দিতেই যেন সুর নরম অভিনেতার। কঙ্গনার হয়ে প্রচার করতেও রাজি তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার মাসখানেক আগে থেকেই কঙ্গনার প্রতি সুর নরম করতে শুরু করেন অভিনেতা। ছেলের সঙ্গে অভিনেত্রীর তিক্ত সম্পর্কের অভিজ্ঞতা নাকি ধরে বসে নেই তিনি। শুধু তা-ই নয়, শেখর বলেন, ‘‘হয়তো সে সময় দু’তরফেই কিছু ভুলভ্রান্তি ছিল।’’

তখন থেকেই জল্পনার সূত্রপাত্র, খুব শীঘ্রই হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন অভিনেতা। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লির ৬-এ দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে পদ্মশিবিরে পতাকা হাতে নিলেন তিনি। তার পরই কঙ্গনার হয়ে প্রচার করার প্রশ্নের সম্মুখীন হলে অভিনেতা বলেন, ‘‘হ্যাঁ, কেন যাব না, আমাকে ডাকলে নিশ্চয়ই যাব। আমার কতর্ব্যের মধ্যে পড়ে।’’

Kangana Ranaut Shekhar Suman BJP Lok Sabha Election 2024
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy