এ বার ‘খান’দের ইদের পার্টিতে নতুন রসায়ন চোখে পড়ল। সলমন খান এবং শেহনাজ গিল। তাঁদের বন্ধুত্বের কথা তো এর আগেও বারবার নজরে এসেছে ‘বিগ বস’-এর সৌজন্যে। এ বার যেন আরও এক ধাপ এগোলেন তাঁরা। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর প্রাক্তন প্রেমিকা শেহনাজ যেন চোখে হারিয়েছেন সলমনকে। আর সেই পার্টির টুকরো টুকরো কয়েকটি ভিডিয়ো দেখে প্রশ্ন জেগেছে ভক্ত-মনে।
সলমনের বোন অর্পিতা খান শর্মা নিজের বাড়িতে ইদের পার্টির আয়োজন করেছিলেন। সেখানে নিমন্ত্রিত ছিলেন শেহনাজও। বেরোনোর সময়ে পাপারাৎজি এবং সাংবাদিকদের সামনে উপস্থিত হন তিনি। পাশে ছিলেন সলমনও। শেহনাজের কথা শুনে বোঝা গেল, তিনিই সলমনকে দরজা পর্যন্ত টেনে নিয়ে এসেছেন।