তরুণ মজুমদারের হাত ধরেই আমার সাফল্য এসেছিল। তখন তরুণ মজুমদার ও হেমন্ত মুখোপাধ্যায়ের জুটি জনপ্রিয়। হেমন্তদা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গাইতে কষ্ট হচ্ছিল।
‘ভালবাসা ভালবাসা’ ছবির জন্য দরকার ছিল এক জন নতুন গায়কের, যার গায়কির সঙ্গে হেমন্তদার মিল থাকবে। ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে, গান রেকর্ড হয়নি। হেমন্তদা ডেকে পাঠালেন ওঁর বাড়িতে।