গণেশচতুর্থীর আবহে সেজে উঠেছে মহারাষ্ট্র। মুম্বইয়ে তারকাদের ঘরে ঘরে পুজো। তারই মধ্যে শিল্পা শেট্টীর পোস্ট, মন ভাল নেই তাঁর। বিতর্ক যেন শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার নিত্যসঙ্গী। কখনও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, কখনও আবার কিডনি দান করতে চেয়ে আলোচনায় উঠে আসেন রাজ। যদিও প্রেমানন্দ মহারাজকে কিডনি দান করতে চাইলে, নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তা হলে কি স্বামীর কারণেই মন ভাল নেই শিল্পার?
সমাজমাধ্যমের পোস্টে অভিনেত্রী জানান, তাঁর বাড়িটা খালি খালি লাগছে। শিল্পার কথায়, ‘‘এ বছরটা বাপ্পাকে ঘরে তুলতে পারলাম না। বাড়িটাই খালি লাগছে। তা-ও আমাদের আশীর্বাদ করবেন।’’ আসলে প্রতি বছর এই সময়ে বাড়িতে ধুমধুাম করে গণেশচতুর্থী পালন করেন শিল্পা। শুধু তা-ই নয়, অভিনেত্রীর বাড়ির গণেশ বিসর্জন আলোকচিত্রীদের বিশেষ আকর্ষণের জায়গা। নিজের প্রাসাদোপম বা়ড়ি থেকে রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে পুজোয় শামিল হন শিল্পা। কিন্তু এ বার শিল্পার শশুরবাড়ির তরফে এক নিকট আত্মীয়ের মৃত্যু হয়েছে। সেই কারণেই এ বছর আর পুজো হচ্ছে না অভিনেত্রীর বাড়িতে। আর তাতেই মনখারাপ অভিনেত্রীর।