জনসমক্ষে আসবেন শিল্পা শেট্টি। স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর এই প্রথম তাঁকে সামনাসামনি দেখতে পাবেন তাঁর অনুরাগীরা। বলিপাড়ার সূত্রের খবর, আগামী ১৫ অগস্ট মানুষের সেবার উদ্দেশ্যে প্রকাশ্যে আসবেন তিনি।
‘উই ফর ইন্ডিয়া: সেভিং লাইভস, প্রোটেক্টিং লাইভলিহুডস’ শিরোনামে কোভিড ত্রাণের উদ্দেশ্যে একাধিক তারকা সম্মিলিত হবেন ভার্চুয়াল বৈঠকে। সেখানে উপস্থিত থাকবেন অর্জুন কপূর, সারা আলি খান, দিয়া মির্জা, এড শিরন, পরিণীতি চোপড়া, কর্ণ জোহর, সইফ আলি খান, এমনকি হলিউডের পরিচালক স্টিভেন স্পিলবার্গ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন অভিনেতা রাজকুমার রাও। অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর, আইসিইউ ইউনিট ইত্যাদি কোভিড রোগীর প্রাণ বাঁচানোর জন্য যা যা প্রয়োজন, তার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। আগামী রবিবার সন্ধেবেলা ফেসবুকে দেখা যাবে সেই আলাপচারিতা।