Shilpa Shetty, Raj Kundra become parents again dgtl
কন্যাসন্তানের মা হলেন শিল্পা শেট্টি
কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য— সমিশা শেট্টি কুন্দ্রা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ১২:০২
রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেট্টি।
সুখবর। ফের মা হলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। সারোগেসির মাধ্যমে রাজ কুন্দ্রা এবং শিল্পার ঘরে এল কন্যাসন্তান। শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সদ্যজাতের এক ঝলক ছবি শেয়ার করে শিল্পা লেখেন, “ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য— সমিশা শেট্টি কুন্দ্রা।
ওই পোস্টে সমিশা কথার অর্থও বিষদে জানিয়েছেন শিল্পা। তিনি লিখেছেন, সংস্কৃতে ‘সা’ কথার অর্থ কিছু পাওয়া। এবং ‘মিশা’ একটি রুশ শব্দ যার অর্থ ‘ভগবানের মতো কেউ’। সমিশা কথার অর্থ ‘ভগবানের মতো কাউকে পাওয়া’।
শিল্পার ওই পোস্টে নতুন বাবা-মা’কে অভিনন্দন জানিয়েছেন বলি পাড়ার তাবড় সেলেবরাও। ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় তাঁর। ২০১২-তে তাঁদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়।