Advertisement
১৯ মে ২০২৪

কাশ্মীরে শ্যুটিং মালয়েশীয় ছবির

এত দিন ভারতীয় সিনেমার শ্যুটিংয়ের জন্য বেছে নেওয়া হতো মালয়েশিয়ার নিসর্গ। এ বার উলটপুরাণ। মালয়েশিয়া থেকে ভারতে আসছেন সিনেমাওয়ালারা। শ্যুটিং হবে ভূস্বর্গে। এই প্রথম কোনও মালয়েশীয় সিনেমার শ্যুটিং হতে চলেছে কাশ্মীরে।

সাবির ইবন ইউসুফ
শ্রীনগর শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:১৩
Share: Save:

এত দিন ভারতীয় সিনেমার শ্যুটিংয়ের জন্য বেছে নেওয়া হতো মালয়েশিয়ার নিসর্গ। এ বার উলটপুরাণ। মালয়েশিয়া থেকে ভারতে আসছেন সিনেমাওয়ালারা। শ্যুটিং হবে ভূস্বর্গে। এই প্রথম কোনও মালয়েশীয় সিনেমার শ্যুটিং হতে চলেছে কাশ্মীরে।

‘আই অ্যাম নট এ টেরোরিস্ট’ ছবির পরিচালক অর্জুন জানিয়েছেন, সোনমার্গে শ্যুটিং করবেন তিনি। ২০১৫ সালে তিনি যখন এখানে এসেছিলেন, তখনই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। ঠিক করেছিলেন, এখানকার পটভূমিতে সিনেমা বানাবেন। সেই ভাবনা অনুযায়ীই বানানো হয়েছে নতুন চিত্রনাট্য। তিনি বলেন, ‘‘কাশ্মীর আমায় মুগ্ধ করেছে। আমি আমার সহ-পরিচালকদেরও বলব এখানে এসে ছবি বানাতে।’’

একই মুগ্ধতার রেশ স্পষ্ট হল প্রযোজক বলদেবের কথাতেও। বললেন, ‘‘সৌন্দর্যের বিচারে পৃথিবীর মধ্যে সেরা একটা জায়গা হল কাশ্মীর। এখানকার মানুষদের মধ্যে যে ভালবাসা রয়েছে, তাঁদের আচরণে যে আতিথেয়তা প্রকাশ পায়, তা অতুলনীয়।’’

ছবিটির নায়কের চরিত্রে অভিনয় করছেন মহম্মদ আতিফ। তিনি কাশ্মীরেরই বাসিন্দা। রয়েছে স্থানীয় এক কাশ্মীরি বালিকা, জুনাইরা। এ ছাড়াও গুলশন গ্রোভার ও রাহুল দেবের মতো বলিউড অভিনেতাদের দেখা যাবে ছবিটিতে।

কাশ্মীর পর্যটনের ডিরেক্টর মাহমুদ শাহ জানিয়েছেন, ওই মালয়েশীয় সিনেমার দলকে তাঁরা সাদর অভ্যর্থনা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এখানকার সৌন্দর্য যে ওঁদের মন জয় করেছে, তাতে আমরা খুব খুশি। আমরা চাই, আরও অনেক সিনেমা তৈরি হোক এখানে।’’

খুশি মালয়েশিয়ার ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান মহম্মদ খোসারি আব্দুল তালিব। তাঁর কথায়, ‘‘বিশ্বের সেরা পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল কাশ্মীর। আমরা চেষ্টা করব, পরবর্তী কালে কাশ্মীরে আরও সিনেমা তৈরি করতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kashmir Malyasian film shooting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE