বিজয় মাল্যকে নিয়ে এখন গোটা দেশে তোলপাড় কাণ্ড চলছে। এরই মধ্যে তাঁর ছেলে সিদ্ধার্থ মাল্যকে নিয়েও এখন সরগরম সোশ্যাল মিডিয়া। সিদ্ধার্থ দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ব্রেক আপ হওয়ার পর থেকেই উনি দেশের বাইরে। সেখানে উনি ‘রয়্যাল সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামা’-তে অভিনয় শিখছেন। সম্প্রতি সিদ্ধার্থর একটি ছবি পোস্ট করা প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কী এমন আছে সেই ছবিতে!
সম্পূর্ণ নগ্ন হয়ে একটি সেলফি তোলেন সিদ্ধার্থ। সেই ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। সিড অবশ্য অনেক আগেই বলেছিলেন প্রয়োজনে তাঁর নুড হতে কোনও আপত্তি নেই। কে বলতে পারে এ বার হয়তো সেই কথাই হয়তো প্রমাণ করার জন্য এই ছবি পোস্ট করেছেন সিদ্ধার্থ।