Advertisement
E-Paper

‘গাল্লি বয়’-এর এমসি শের আসলে কে?

এমসি শের অর্থাত্ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এই মুহূর্তে বলি পাড়ার হার্টথ্রব। ২৫ বছরের এই অভিনেতা নাকি ডেটও করছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৬
এমসি শের অর্থাত্ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।

এমসি শের অর্থাত্ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।

এমসি শেরকে চেনেন তো? নিশ্চয়ই দেখেছেন বড়পর্দায়? ঠিকই ধরেছেন। ‘গাল্লি বয়’-এর এমসি শেরের কথাই বলা হচ্ছে। যাঁরা ওঁকে এখনও দেখেননি, মিস করেছেন। অন্তত এমনটাই মনে করছেন সিনে বিশেষজ্ঞদের একটা বড় অংশ। কারণ এমসি শের দর্শক মহলে এতটাই জনপ্রিয় হয়েছেন যে ওয়েব মাধ্যমে তিনি ট্রেন্ডিং!

এমসি শের অর্থাত্ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এই মুহূর্তে বলি পাড়ার হার্টথ্রব। ২৫ বছরের এই অভিনেতা নাকি ডেটও করছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে সিদ্ধান্ত বলেন, ‘‘ডেট করছি ইন্ডাস্ট্রিরই একজনের সঙ্গে। তবে ও অভিনেত্রী নয়।’’

২০১৬-এ ওয়েব সিরিজ ‘লাইফ সাহি হ্যায়’র মাধ্যমে সিনে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন সিদ্ধান্ত। তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ’-ও দর্শকদের ভাল লেগেছিল। ‘গাল্লি বয়’ সিদ্ধান্ত অভিনীত প্রথম ছবি। আর সেখানেই এল সাফল্য।

আরও পড়ুন, কার সঙ্গে ডেটে যেতে চান? সুহানা বললেন...

জোয়া আখতার অভিনীত এই ছবিতে সিদ্ধান্তের চরিত্র এক মেন্টরের। যিনি রণবীর সিংহকে নানা ভাবে মোটিভেট করবেন। রণবীরের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সিদ্ধান্ত বলেন, ‘‘রণবীর অসাধারণ। আমি ভালবাসি ওকে। ও আসলে অফস্ক্রিনের এমসি শের। আমাকে প্রচুর সাহস জুগিয়েছে। কনফিডেন্স দিয়েছে। অসাধারণ মানুষ।’’

গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘গাল্লি বয়’। ইতিমধ্যেই বক্স অফিসে ৯০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।

Off camera toh ye the Mere Sher! Aur asli mein bhi - “Mere bhai jaisa koi hardich nahi hai” @ranveersingh 😘

A post shared by Siddhant Chaturvedi (@siddhantchaturvedi) on

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

Siddhant Chaturvedi Bollywood Celebrities Hindi film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy