সিদ্ধার্থ আর কিয়ারা আডবাণীর বিয়ে? অথচ সে সব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা। ফাইল চিত্র
‘শেরশাহ’ (২০২১)-র পর নতুন ছবি নিয়ে ফিরছেন সিদ্ধার্থ মলহোত্র। থ্রিলার ‘মিশন মজনু’ মুক্তি পাবে আগামী ২০ জানুয়ারি, নেটফ্লিক্সে। এ ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থকে, যা নিয়ে রোমাঞ্চিত তিনি। তবে এ সব নিয়ে এখন আর কেউ আগ্রহী নন। সবাই জানতে চাইছেন সিদ্ধার্থের বিয়ের খবর। এই জানুয়ারিতেই নাকি বিয়ে হওয়ার কথা সিদ্ধার্থ আর কিয়ারা আডবাণীর? অথচ সে সব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা।
বিয়ের কথা জিজ্ঞাসা করতেই সিদ্ধার্থ বললেন, “খবরে দেখছি বটে, পড়লাম দু’বার করে দিনক্ষণ, জায়গা। কিন্তু আমার বিয়ে নাকি? আমায় তো কেউ নেমন্তন্ন করেনি!” সঙ্গে অবশ্য এ-ও জানালেন, লোকে যা খুশি ভাবুন, অসুবিধা নেই। শুধু বিয়ের চেয়ে বেশি তাঁর কাজের খবর নিলেই ভাল হয়।
ঠিক এই ভাবেই নিজেদের সম্পর্কটিও লুকিয়ে এসেছেন এত দিন। জিজ্ঞাসা করলেই সিদ্ধার্থ-কিয়ারা বলতেন, “আমরা স্রেফ ভাল বন্ধু। এর বেশি কিছু নই।” যদিও ভিতরের খবর আলাদা। আয়োজন চলছিল বছরভর। কিছুই ফাঁস করেননি জুটি। শোনা গিয়েছিল জানুয়ারিতেই নাকি চারহাত এক হবে। কোনও কোনও প্রতিবেদন বলছে, ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ। যদিও এ নিয়ে এখনও সিড-কিয়ারার পরিবার কিছুই জানায়নি। ‘মিশন মজনু’-র প্রচারে এসে সিদ্ধার্থের কথায় আরও সংশয় তৈরি হল। বিয়েটা হচ্ছে তো?
এখনও অবধি খবর, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হবে রাজস্থানের জয়সলমেরে। প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানেই নিমন্ত্রিত হবেন অতিথিরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy