Advertisement
০৬ অক্টোবর ২০২৪
Musical Concert

দুনিয়া নয়, কলকাতা ‘জ্বালানো’ লক্ষ্য! পুজোর পরে শহরে ‘অ্যানিম্যাল’ প্রাক

নিজের শহরেই গানের অনুষ্ঠান করতে ভয় পাচ্ছেন কলকাতার শিল্পীরা। অন্য দিকে, বি প্রাক সাগ্রহে তাঁর কলকাতা কনসার্টের দিন গুনছেন।

Image of B Praak

কলকাতা জ্বলবে বি প্রাকের গানে? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৮
Share: Save:

পর্দায় তিনি গেয়েছিলেন, ‘সারি দুনিয়া জ্বালা দেঙ্গে’। খবর, বাস্তবে তাঁর লক্ষ্য কলকাতা জ্বালানো। তা-ও আবার গানের সুরে! হ্যাঁ, এমনই ভাবনা নিয়ে ২০ অক্টোবর কলকাতা সফরে আসছেন ‘অ্যানিম্যাল’-খ্যাত গায়ক বি প্রাক। শহরের বর্তমান প্রতিবাদী রূপ দেখে যেখানে গানের অনুষ্ঠান করতে পিছিয়ে যাচ্ছেন কলকাতার শিল্পীরাই, সেখানে নাকি জাতীয় স্তরের গায়ক তাঁর কলকাতা কনসার্টের দিন গুনছেন।

বি প্রাক মানেই গানের প্রতিটি পংক্তিতে সুফিয়ানা আর পঞ্জাবি সুরের মেলবন্ধন। ‘অ্যানিম্যাল’ ছবির ‘সারি দুনিয়া জ্বালা দেঙ্গে’ কিংবা ‘কেশরি’ ছবির ‘তেরি মিট্টি’ গান শুনলেই তা বোঝা যায়। অক্টোবরে ‘কলকাতা ওডিসি’ নামের এই অনুষ্ঠানে সেই গানগুলো তো থাকবেই। সেই সঙ্গে থাকবে প্রাকের নতুন কিছু উপহার। যার ছোঁয়ায় নতুন ভাবে উজ্জীবিত হবে শহর। উন্মাদনায় জ্বলে উঠবেন শহরবাসী, আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন উদ্যোক্তা প্রণব জয়সওয়াল।

প্রাক যখন শহরে আসবেন, তখন শারদোৎসব শেষ। রোশনাই ছড়াতে দীপাবলির অপেক্ষায় থাকবেন শহরের প্রতিটি মানুষ। তাঁদের মনে সুরের আগুন জ্বালাতেই এই আয়োজন, দাবি তাঁর। আরজি কর-কাণ্ড বহু বছর পরে শহরে প্রতিবাদের আগুন জ্বালিয়েছে। ন্যায়বিচার একমাত্র সেই আগুনে শান্তির বারি। গায়কের পক্ষ থেকে আগাম বার্তা দেওয়া হয়েছে, প্রাকের গান পোড়াবে না, আলো ছড়াবে দর্শক-শ্রোতাদের মনে। কারণ গায়ক জানেন, এ শহর শিল্প-সংস্কৃতি মনস্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

B Praak Animal Kolkata Musical Concert
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE