সঙ্কটমুক্ত গায়ক পবনদীপ রাজন। মঙ্গলবার তাঁর সহযোগী দল গায়কের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। খবর, আইসিইউতে রাখা হয়েছে গায়ককে। আগের তুলনায় ভাল আছেন। সারা শরীরের হাড় ভেঙেছে তাঁর। এ ছাড়াও শরীর জুড়ে অনেক আঘাত। টানা ছ’ঘণ্টা অস্ত্রোপচার হয়েছে তাঁর। কিছু হাড় জোড়া লাগিয়েছেন চিকিৎসকেরা। খবর, দিল্লির প্রথম সারির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।
সোমবার ভোর ৩:৪০ মিনিটে উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন গায়ক। খবর, অহমদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি বিমান ধরতে যাচ্ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রণ হারায় গাড়ি। ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। চালক-সহ দু’জন যাত্রীই গুরুতর জখম হন।
আরও পড়ুন:
বিবৃতিতে পবনদীপের সহযোগী দল আরও জানিয়েছে, একাধিক হাড় ভাঙায় অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে গায়ককে। সন্ধ্যা সাতটা থেকে টানা অস্ত্রোপচারের চলে। তার পর একটু কমেছে সেই যন্ত্রণা। আপাতত আইসিইউ-তে থাকবেন গায়ক। দিন চারেক পরে শারীরিক অবস্থার উন্নতি হলে বাকি ফ্র্যাকচার এবং আঘাতের জন্য তার আরও একটি অস্ত্রোপচার করা হবে।
গায়কের বর্তমান শারীরিক পরিস্থিতি জানানোর পাশাপাশি তার অনুরাগীদের আন্তরিক ধন্যবাদও জানানো হয়েছে সহযোগী দলের পক্ষ থেকে। এক বার্তায় বলা হয়েছে, ‘দুর্দিনে গায়ক এবং তাঁর পরিবারের পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ। আপনাদের প্রার্থনার জোরেই পবনদীপ দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’