ছোটপর্দায় শিলাজিৎ মজুমদার জনপ্রিয় মুখ। ধারাবাহিক ‘একদিন প্রতিদিন’, ‘জলনূপুর’-সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। সঞ্চালনা করেছেন একাধিক গানের অনুষ্ঠান। ‘দাদা দিদি’ নামের একটি গেম শো-ও সঞ্চালনা করতে দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও, ছোট পর্দার জন্য তৈরি একাধিক ছবিতে, বিভিন্ন অনুষ্ঠানে অতিথি বিচারকের আসনেও দেখা গিয়েছে তাঁকে।
খবর, গায়ক-অভিনেতা ফের নাকি ছোটপর্দায় ফিরতে চাইছেন। টেলিপাড়ায় এমন চর্চা ছড়িয়েছে। এও শোনা গিয়েছে, সান বাংলা চ্যানেলের সঙ্গে নাকি কথা হয়েছে তাঁর। শিলাজিৎ কি সত্যিই ধারাবাহিকে নিয়মিত অভিনয় করতে চান?
এ প্রসঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। গায়ক-অভিনেতার কথায়, “হ্যাঁ, আমি ছোটপর্দায় কাজ করতে চাই। কথাও হচ্ছে। পারিশ্রমিক, অভিনীত চরিত্র পছন্দসই হলে অবশ্যই কাজ করব।” এখনই কোনও ধারাবাহিকের সঙ্গে যুক্ত না হলেও শিলাজিৎ ইতিমধ্যেই প্রথম সারির একটি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ‘অতিথি বিচারক’-এর আসনে বসেছিলেন। জানা গিয়েছে, জি বাংলা (সোনার)-এ এই প্রথম খুদে বাদ্যযন্ত্রীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান শুরু হতে চলেছে। অনেক শিশু ভারী সুন্দর করে বাঁশি, ম্যান্ডোলিন, গিটার, খোল, ড্রাম বাজাতে পারে। সেই প্রতিভাদের প্রকাশ্যে আনতেই এই আয়োজন। ইতিমধ্যেই অনুষ্ঠানের শুটিং শুরু হয়েছে। তার একটি বিশেষ পর্বে দেখা যাবে শিলাজিৎকে।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে বিষয়টি এড়াননি গায়ক-অভিনেতা। জানিয়েছেন, এই অনুষ্ঠানের বাকি বিচারক সুদেশ ভোঁসলে, আকৃতি কক্কর। ‘প্রধান বিচারক’ তন্ময় বসু। অনুষ্ঠানে ‘গানের দিদিরা’ নামে একটি বিভাগ রয়েছে। এই বিভাগে এখনকার গায়িকারা খুদে প্রতিযোগীদের তালিম দেবেন। এই বিভাগে আছেন জুন বন্দ্যোপাধ্যায়, পৌষালি বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, মেখলা দাশগুপ্ত। অনুষ্ঠানে অংশ নিয়ে তৃপ্তি পেয়েছেন শিলাজিৎ। জানিয়েছেন, আগামী প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করতে, নতুন নতুন প্রতিভাদের সঙ্গে বিনোদন দুনিয়ার পরিচয় ঘটাতে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে করা উচিত।